বিধানসভায় ভাষণ দিতে চান! ইচ্ছাপ্রকাশ ধনকড়ের, কী বললেন অধ্যক্ষ?

বিধানসভার বাজেট অধিবেশনে ভাষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে চিঠি দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপালের সেই ইচ্ছে কে মর্যাদা দিয়ে বিধানসভায় তাঁর ভাষণের ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখছে সরকারপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য যে বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনও সংস্থান নেই। তবে বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি মীরা কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেজন্য বিধানসভায় বিশেষ অধিবেশনেরও আয়োজন করা হয়েছিল। সেই নজিরকে সামনে রেখে উপরাষ্ট্রপতি ধনকড়ের জন্যও বিশেষ কোনও অধিবেশনের আয়োজন করা যায় কিনা, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, উপ-রাষ্ট্রপতি নিজে থেকে বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন, এটা নিঃসন্দেহে রাজ্যের জন্য গর্বের বিষয়। তবে মুখ্যমন্ত্রীই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে বক্তব্য রাখার ইচ্ছে প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দূত পাঠিয়ে তিনি নিজের আগ্রহের কথা জানিয়েছেন। তবে নিজের নয় রাজ্যের লিখে দেওয়া ভাষণই পাঠ করতে চান বলে উপরাষ্ট্রপতি চিঠিতে জানিয়েছেন বলে খবর বিধানসভা সূত্রে। উপরাষ্ট্রপতির এই প্রস্তাবিত সফরকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ বলেন, এই ঘটনা অভূতপূর্ব। ইতিপূর্বে দেশের কোনও উপরাষ্ট্রপতি কোনও বিধানসভায় এসে বক্তব্য রাখেননি। তবে বাজেট অধিবেশনে উপরাষ্ট্রপতিকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার আইনি সংস্থান নেই। তাই বিশেষ অধিবেশন ডেকে উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন- মালদহে গ্রেফতার মহিলা মাদক পাচারকারী! 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_