আত্মসমর্পণ করে জামিন পেলেন কাউন্সিলর সমরেশ, পুলিশের ভূমিকায় প্রশ্ন প্রোমোটারের

বাগুইআটিতে (Baguiati)প্রোমোটারের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে (Samaresh Chakraborty) আত্মসমর্পণের পরেই জামিন দিল আদালত। শনিবার বারাসত আদালতে (Barasat Court) আত্মসমর্পণ করে জামিন পান পলাতক সুখেন গঙ্গোপাধ্যায়, সৌমেন গঙ্গোপাধ্যায়, সোনু দাসও। এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আক্রান্ত প্রোমোটার কিশোর হালদার। গত বছরের ১৫ ডিসেম্বর বাগুইআটি রঘুনাথপুরে প্রোমোটারকে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ উঠেছিল কাউন্সিলর সমরেশের বিরুদ্ধে। দুমাস ধরে পলাতক ছিলেন তিনি। এবার আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রোমোটার।

গত বছর ডিসেম্বরে রঘুনাথপুর এলাকায় তোলা না পেয়ে প্রোমোটারকে রিভলভারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। নাম জড়ায় বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। প্রায় দুমাস ধরে পলাতক ছিলেন তিনি। শনিবার আত্মসমর্পণ করার পরই আদালতে আগাম জামিন মঞ্জুর হয়। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন,’কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে মারধরের অভিযোগ ছিল, কোনও সাক্ষী বা প্রমাণ নয়। এটা মিডিয়া ট্রায়াল চলছে যে ও মারধর করেছে তাই অবিলম্বে গ্রেফতারি দরকার। তাছাড়া জামিন দিয়েছে আদালত। সেক্ষেত্রে যাঁরা অভিযোগ করেছিলেন তাঁরা কোনও প্রমাণ দেখাতে পারেননি তাই আদালত জামিন দিয়েছে। সেরকম হলে কোর্টের রায়কে চ্যালেঞ্জ করুন।’