Saturday, May 3, 2025

BGBS-এ পর্যটন ক্ষেত্রে কত টাকার লগ্নির প্রস্তাব এসেছে? বিধানসভায় তথ্য দিলেন ইন্দ্রনীল

Date:

সদ্য সমাপ্ত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) রাজ্যের পর্যটন ক্ষেত্রে মোট ৫ হাজার ৬০০ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। সোমবার, বিধানসভার (Assembly) প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তিনি বলেন, উত্তর, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাজুড়ে এই পর্যটন প্রস্তাবগুলি এসেছে। তিনি আরও বলেন, জেলাশাসকদের সুপারিশ মতো জেলাভিত্তিক পর্যটনের উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। আগামী আর্থিক বছরের জন্য ইতিমধ্যেই এরকম ৭০ টি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে- যার মধ্যে ৩৮ টি উত্তরে এবং ৩২ টি দক্ষিণের। এইজন্য ৭১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও খবর: বেকারত্ব-মূল্যবৃদ্ধি, মোদি সরকারের ব্যর্থতায় হতাশ নাগরিকরা: প্রকাশ সমীক্ষায়

নতুন কোনও পর্যটন কেন্দ্র তৈরির জন্য বিধায়কদের কোন প্রস্তাব থাকলে তা জেলাশাসক মারফৎ পর্যটন দফতরের কাছে পাঠাতে হবে বলে জানান পর্যটনমন্ত্রী (Indranil Sen)। এক অতিরিক্ত প্রশ্নে বিধায়ক নরহরি মাহাত (Narahari Mahato) পুরুলিয়ার (Purulia) পর্যটন বিকাশে ঝালদা বিধানসভার জাগর পাহাড়ের  উন্নয়নের বিষয়ে এক প্রস্তাব প্রসঙ্গে ইন্দ্রনীল একথা বললে অধ্যক্ষ তাঁকে বলেন, বিধানসভায় কোনও সদস্য প্রস্তাব দিলে সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। এখানে বিধায়কের দেওয়া প্রস্তাবকে বৈধ সুপারিশ হিসাবে গ্রহণ করে তা জেলাশাসকের কাছে পাঠাতে পর্যটন মন্ত্রীকে তিনি নির্দেশ দেন।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version