নিউটাউনে নাবালিকাকে খুন ধর্ষণের ঘটনায় ১৯ দিনের মাথায় চার্জশিট পুলিশ জমা দিল। সোমবারব বারাসাত আদালতে চার পাতার চার্জশিট জমা দেয় পুলিশ। সেখানে উল্লেখ করা হয়েছে একমাত্রই মূল অভিযুক্ত ধৃত টোটো চালক সৌমিত্র রায়।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি নিউটাউনের লোহাপুরের কাছে নির্জন ঝোপ থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়েছিল। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ জানতে পারে জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা টোটোতে ওঠেন। টোটোর সামনের আসনে বসেছিল নাবালিকা। নিউটাউনের বিভিন্ন রাস্তা ঘুরে লোহা ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলে তাকে নিয়ে যাওয়া যায়। ওই সিসিটিভির সূত্র ধরেই টোটো চালক সৌমিত্র রায়ের হদিশ পায় পুলিশ। সৌমিত্রকে প্রথমে আটক করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে সৌমিত্রর বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তারপরই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, টেকনিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার ১৯ দিনের মাথায় চার্জশিট জমা দিল পুলিশ।পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বয়স ১৪ বছর। বাবা কর্মসূত্রে বাইরে থাকেন। নিউটাউনের গৌরাঙ্গ নগরে ভাড়া বাড়িতে মা ও বোনের সঙ্গে থাকত সে।

আরও পড়ুন- রত্নার ‘হুমকির’ মুখে পড়তে হচ্ছে! অভিযোগ করে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণের

_

_
_

_
_

_

_
