২৫বছর পূর্তিতে সুরশ্রুতির অনন্য নিবেদন। রবীন্দ্র ভবনে বুধবার সন্ধেয় এক অন্য স্বাদের সাংস্কৃতিক সন্ধ্যার উপহার দিল সুরশ্রুতি, তাঁদের ২৫ বছর পূর্তি উপলক্ষে।

রাজনীতের মঞ্চে এতদিন যাঁরা দাপিয়ে বেড়িয়েছেন, নির্বাচন প্রচার সেরেছেন, মিটিং-মিছিলে হেঁটেছেন, তাদের আজ খুঁজে পাওয়া গেল এক অন্য রুপে। রাজনৈতিক জীবনের বাইরেও তাদের ভিতরে যে এক শৈল্পিক দিকও রয়েছে তাই আজ ফুটে উঠলো সুরশ্রুতির আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।

দীর্ঘ ২৫বছরের পথ চলা সুরশ্রুতির, এতদিন তাঁরা বিভিন্ন শিল্পীকে সুযোগ করে দিয়েছেন তাঁদের গান, আবৃতি কিংবা নৃত্য পরিবেশন করার জন্য। পাশাপাশি সকল শিল্পীকে যোগ্য সম্মান প্রদানও তাঁদের মূল লক্ষ্য ছিল বলে জানান সুরশ্রুতির সম্পাদক সুস্মিতা দাস। তবে আজকের দিনটা ছিল একটু অন্যরকম। তবে আজও তাদের আয়োজিত মঞ্চে ছিল শিল্পী, কিন্তু তাঁদের পরিচয় ছিল রাজনৈতিক দিক থেকে। এদিনের মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন মেয়র পরিষদ অসীম বসু, কাউন্সিলর শ্রীমতি মৌসুমী দাস, পুরপ্রধান ডাঃ পল্লব দাস থেকে আরও রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিনের সন্ধেয় উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার। তিনি বলেন, সুরশ্রুতি আরও সাফল্যলাভ করুক এবং সারা বাংলার মানুষ জানুক তাঁদের কথা।

আরও পড়ুন- সাইবার অপরাধ নিয়ে তৎপর কলকাতা পুলিশ! বাজেয়াপ্ত ৭০০ সিম – গ্রেফতার ৮, জানালেন জয়েন্ট সিপি


_

_

_

_

_

_

_
