Monday, August 25, 2025

তৃণমূল শৃঙ্খলা পরায়ণ দল। দলীয় নেতৃত্বের আহ্বানে দলনেত্রীর বিধানসভা নির্বাচন নিয়ে নির্দেশ পেতে বিশেষ বৈঠকে উপস্থিত উত্তর থেকে দক্ষিণের দলীয় নেতৃত্ব। যে নেতৃত্বরা উপস্থিত হতে পেরেছেন কলকাতার নেতাজি ইন্ডোরে তাঁরাই জেলাস্তরে বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা পৌঁছে দেবেন, এমনটাই কাম্য। বৈঠকের শুরুতেই সেই বার্তা দিয়ে দিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)।

কেন্দ্রের বঞ্চনা উপেক্ষা করে যে রাজনৈতিক দল বাংলার মানুষকে উন্নয়ন পৌঁছে দিয়েছে, তাকে ২০২৬-এ ফের বাংলার মসনদে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি শুরু তৃণমূলের। সেই মঞ্চে রাজ্য সভাপতি সুব্রত বক্সি কর্মীদের আহ্বান জানান, প্রমাণ করে দিতে হবে তৃণমূল শৃঙ্খলা পরায়ন দল। তিনি স্মরণ করিয়ে দেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির (CPIM) সময়ে মানুষ নিজের মত ভোটবাক্সে প্রতিফলিত করতে পারত না। বামেদের দৌরাত্ম্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোটবাক্সে ফল আসত। সেই পরিস্থিতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার পরিচয় পত্রের (voter id card) প্রবর্তনের মধ্যে দিয়ে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব হয়। শুধু বাংলায় নয়, সর্বভারতীয় স্তরে শুরু হয় এই পরিচয়পত্রের ব্যবহার।

তবে ভবিষ্যতে আসন্ন নির্বাচনেরর জন্য কোন পথে এগোবে তৃণমূল সেই বার্তা নেতাজি ইন্ডোর থেকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বার্তা পৌঁছাতে হবে প্রত্যন্ত এলাকার কর্মী ও মানুষের মধ্যে। এই প্রসঙ্গে সুব্রত বক্সি নির্দেশ দেন, আজকের বার্তা সার্বিকভাবে সব স্তরের কর্মীদের জন্য। আমরা চাইব যারা উপস্থিত হতে পেরেছেন তাঁরা জেলায় সভা করে সর্বস্তরের মানুষ কর্মীদের কাছে পৌঁছে দেবেন।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version