লিগ-শিল্ড জয়ের পরই ধাক্কা মোহনবাগানের, এগিয়ে থেকেও মুম্বইয়ের সঙ্গে ২-২ গোলে ড্র বাগানের

ম্যাচে এদিন প্রথম থেকে চলে আক্রমণ-প্রতি আক্রমণের খেলা।

আইএসএল-এ অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও মুম্বই সিটি এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। বাগানের হয়ে গোল জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোসের। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে ছিল জোসে মোলিনার দল। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় মুম্বই। সদ্য লিগ-শিল্ড জয় করেছে জোসে মোলিনের দল। অপরদিকে মুম্বইয়ের হয়ে গোল দুটি করেন জন টোরাল এবং রদ্রিগেজের। ম্যাচের ৫৮ মিনিটে লাল লার্ড দেখে মাঠ ছাড়েন বিক্রম প্রতাপ সিং।

ম্যাচে এদিন প্রথম থেকে চলে আক্রমণ-প্রতি আক্রমণের খেলা। এরই মধ্যে ম্যাচের ৩২ মিনিটে গোল পেয়ে যায় সবুজ-মেরুন। বাগানকে গোল করে এগিয়ে দেন ম্যাকলারেন। মাঝমাঠ থেকে ভেসে আসা বল মুম্বইয়ের জালে জড়িয়ে দেন তিনি। ৯ মিনিট পরেই ফের গোল পায় মোহনবাগান। এবার বাঁ প্রান্ত থেকে আক্রমণ তুলে আনেন লিস্টন কোলাসো। সেই আক্রমণ থেকেই রিবাউন্ডে গোল পেয়ে যান দিমিত্রি পেত্রাতোস। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে মোলিনার দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় মুম্বই। চাপ বাড়াতে থাকে বাগানের ডিফেন্সে। যার ফলে ম্যাচের ৫৭ মিনিটে ১-২ করে মুম্বই। কর্নার থেকে গোল শোধ করেন জন টোরাল। কিন্তু এরপরই লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় মুম্বইয়ের বিক্রম প্রতাপ সিংকে। একজন কমে গেলেও লড়াই চালিয়ে যায় মুম্বই। যার ফলে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৮৯ মিনিটে এসে গোল করে সমতা ফেরায় রনবির কাপুরের দল। মুম্বইয়ের হয়ে সমতা ফেরান নাথান রড্রিগেজ। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান ।

আরও পড়ুন- ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সুবিধা’ , সমালোচকদের ধুয়ে দিলেন গাভাস্কর