চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সামনে কে ? কী বলছে সমীকরণ ?

ভারতীয় দল তাদের শেষ গ্রুপ ম্যাচটি খেলবে আগামিকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। টানা দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় দল। এরই আগামিকাল নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে নিউজিল্যান্ড। তবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে একটা প্রশ্ন। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সামনে কোন দল? তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা।

ভারতীয় দল তাদের শেষ গ্রুপ ম্যাচটি খেলবে আগামিকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচের পরই পুরো ছবিটা স্পষ্ট হবে। ফলাফল যাই হোক না কেন, ভারত ৪ মার্চ দুবাইতে প্রথম সেমিফাইনাল খেলবে। গ্রুপ-এ-তে প্রথম স্থান অধিকারী দলকে গ্রুপ-বি-তে দ্বিতীয় স্থান অধিকারী দলের সঙ্গে সেমিফাইনালে খেলতে হবে। গ্রুপ এ-তে দ্বিতীয় স্থান অধিকারী দলটি গ্রুপ বি-এর শীর্ষ দলের মুখোমুখি হবে।

ভারত ছাড়াও, নিউজিল্যান্ড দলও গ্রুপ এ থেকে সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে গ্রুপ-বি থেকে অস্ট্রেলিয়া দল সেমিফাইনালে উঠেছে। এখন গ্রুপ বি তে, দক্ষিণ আফ্রিকা অথবা আফগানিস্তান সেমিফাইনালে জায়গা পাবে। তবে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা খুবই কম। এখন প্রশ্ন হল কোন দলের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে ভারত? শনিবার যদি দক্ষিণ আফ্রিকার দল তাদের শেষ গ্রুপ ম্যাচে ইংল্যান্ডকে হারায়, তাহলে তারা গ্রুপ বি-তে শীর্ষে থাকবে। এক্ষেত্রে, যদি ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে যায় অথবা ম্যাচটি ড্র হয়, তাহলে দুবাইতে অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। স্টিভ স্মিথের দল যদি গ্রুপ বি-তে শীর্ষে থাকে এবং ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হেরে যায়, তবুও দুবাইতে অনুষ্ঠিত সেমিফাইনালটি হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে।

যদি ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের শেষ গ্রুপ ম্যাচ জিতে। অন্যদিকে, যদি দক্ষিণ আফ্রিকাও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচ জিততে পারে, তাহলেও সেমিফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তানকে গ্রুপ এ-তে রাখা হয়েছে। দুই ম্যাচে দু’টি জয় নিয়ে নিউজিল্যান্ড দল এই গ্রুপের শীর্ষে রয়েছে। কিউয়ি দলের নেট রান রেট ০.৮৬৩। অন্যদিকে, ভারতীয় দল বর্তমানে দুই ম্যাচে দুটি জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের ৪ পয়েন্ট এবংতাদের নেটরান রেট ০.৬৪৭। নিউজিল্যান্ডকে হারাতে পারলেই ভারত এই গ্রুপের শীর্ষে থাকতে পারবে। অন্যদিকে, বাংলাদেশ তৃতীয় স্থানে এবং পাকিস্তান চতুর্থ স্থানে রয়েছে।

যেখানে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ছিল গ্রুপ বি তে। দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বর্তমানে এক নম্বরে রয়েছে। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ২.১৪০। অস্ট্রেলিয়ারও দুটি ম্যাচে ৩ পয়েন্ট আছে কিন্তু তাদের নেটরান রেট (০.৪৭৫) দক্ষিণ আফ্রিকার তুলনায় কম। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের ২ ম্যাচে ২ পয়েন্ট এবং তাদের নেট রেট (-০.৯৯০)। চার নম্বরে আছে ইংল্যান্ড দল, তারা কোনও ম্যাচ জিততে পারেনি।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কেন রাহুল ? মুখ খুললেন দলের সহকারী কোচ