যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অসভ্যতা করে রাজ্যের মুখ পুড়িয়েছে এসএফআই। ছাত্রদের তাণ্ডবে শুধু রাজ্যের মন্ত্রীই আক্রান্ত হননি, শিক্ষা প্রতিষ্ঠানে কালি লেগেছে। ছাত্রদের সেই অসভ্যতা ঢাকতে রবিবার সন্ধেয় সুলেখা মোড় থেকে মিছিল বামেদের। সিপিআইএম, সিপিআই-সহ বামেদের অন্য শরিক দলও এই মিছিলে অংশ নেয়।

শনিবার যাদবপুরে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপকদের ওপর আক্রমণ-হামলা চালায় এস এফ আই এর ছাত্ররা। অসুস্থ হয়ে এসএসকেএম এ চিকিৎসা করাতে পৌঁছান শিক্ষামন্ত্রী। এসএফআই ছাত্রদের সেই নোংরামি-অসভ্যতা ঢাকতে রবিবার শহরের সুলেখা মোড় থেকে মিছিল করে বামেরা। শুধু বামেরা নয়, সিপিআইএম, সিপিআই-সহ বামেদের অন্য শরিক দলও এই মিছিলে অংশ নেয়। মিছিলে হাঁটেন বামেদের শীর্ষ নেতৃত্বও। মিছিলে হাঁটেন মহম্মদ সেলিম, মীনাক্ষি মুখোপাধ্যায়রা। ছাত্রদের উপর কেন আক্রমণ নামিয়ে আনা হয়, সেই প্রশ্ন তোলেন বাম নেতারা।

যদিও বামেদের এই অসভ্যতার কড়া নিন্দা করেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অসভ্যতা ঢাকতে নতুন নতুন যুক্তি তুলে ধরা হচ্ছে বামেদের পক্ষ থেকে। আর তার জন্য তারা আরও বেশি মিথ্যার জালে জড়িয়ে পড়ছে। কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোনো ছবির মিথ্যা তথ্য দিয়ে কুৎসা করার চেষ্টা হচ্ছে। কখনও হামলা চালানো গাড়ির সম্পর্কে অসম্পূর্ণ তথ্য পেশ করে নিজেদের অরাজকতা ঢাকার চেষ্টা।

আরও পড়ুন- ভোটার তালিকা যাচাই কমিটি: তৃণমূল ভবনে প্রথম বৈঠক বৃহস্পতিবার
_

_

_

_

_

_

_

_