নতুন জার্সি আনল কলকাতা, কি বদল আসল নাইটদের জার্সিতে

জার্সিতে রয়েছে বুকে তিনটি তারা।

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তার আগে নিজেদের নতুন জার্সি সামনে আনল কেকেআর। জার্সিতে যোগ হয়েছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে জার্সিতে।

এদিন কলকাতা যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, মায়াঙ্ক মারকণ্ডেকে। জার্সিতে রয়েছে বুকে তিনটি তারা। জার্সির হাতায় সোনালি রঙের একটি ব্যাজও রয়েছে। গত বারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো। এই বার থেকেই এই নতুন বিষয়টি দেখা যাবে। কেকেআরের মূল মন্ত্র ‘করব, লড়ব, জিতব।’ সেটিও তিন শব্দ। তাই সেই মন্ত্রকেও ভিডিওকে তুলে এনেছে কেকেআর।

২২ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচে নামছে কেকেআর। তবে জার্সি সামনে আনলেও এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি কলকাতা। গতবছর নাইটদের নেতা ছিল শ্রেয়স আইয়র। তবে এবার নিলামের আগে শ্রেয়সকে ছেড়ে দেয় কলকাতা।

আরও পড়ুন- আইএসএলে প্লে-অফ থেকে ছিটকে গিয়ে কী বললেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো ?