জল্পনার অবসান, কলকাতার নতুন নেতা রাহানে, সহ-অধিনায়ক ভেঙ্কটেশ

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেন রাহানে।

জল্পনার অবসান । অধিনায়ক ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। নাইটদের নতুন নেতা অজিঙ্কে রাহানে । রাহানের ডেপুটি ভেঙ্কটেশ আইয়র। এদিন এমনটাই জানান হল কলকাতার পক্ষ থেকে। ২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে কেকেআরের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গতবার চ্যাম্পিয়ন হয় কলকাতা । সেসময় দলকে নেতৃত্ব দেন শ্রেয়স আইয়র। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাহানে।

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। এবার আইপিএলে কলকাতার দায়িত্বে দেখা যাবে তাঁকে। পাশাপাশি ভেঙ্কটেশকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব। কলকাতার নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। তালিকায় রাহানের সঙ্গে ছিলেন ভেঙ্কটেশ আইয়রও। শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞ ক্রিকেটের উপর ভরসা রাখল কেকেআর।

এদিকে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত রাহানে। তিনি বলেন, “ আমি গর্বিত এমন একটা দলের নেতা হতে পেরে। আসন্ন মরশুমের জন্য দারুন দল তৈরি হয়েছে। এই দল নিয়ে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার ধারা বজায় রাখার।

আরও পড়ুন- নতুন জার্সি আনল কলকাতা, কি বদল আসল নাইটদের জার্সিতে