Saturday, January 31, 2026

যাদবপুরের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে, রাজ্যের উপর আস্থা প্রধান বিচারপতির

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JU) অচলাবস্থা তৈরি করতে মঙ্গলবার রাত থেকে আন্দোলন শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন। ওয়েবকুপারের মিটিং-এর দিন হামলার ঘটনার দায় স্বীকার করার জন্য উপাচার্য ভাস্কর গুপ্তের উপর চাপ তৈরির চেষ্টা মাকুদের। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শিকেয় উঠেছে। শিক্ষাঙ্গনে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) হস্তক্ষেপ চেয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি স্পষ্ট জানালেন এই বিষয়টি দেখার দায়িত্ব এবং ক্ষমতা রয়েছে রাজ্যের হাতে। তাই আদালত কোনও হস্তক্ষেপ করবে না। বৃহস্পতিবার শুনানির তালিকায় এই মামলা রয়েছে। অতএব সেই তালিকা মেনেই শুনানি হবে, তার আগে নয়।

গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) হামলার শিকার হতে হয় শিক্ষামন্ত্রীকে। বাম ছাত্র সংগঠনের পাল্টা আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়। উপাচার্যকে বুধবার বিকেল পর্যন্ত ডেডলাইন দিয়ে পেন ডাউন করে শিক্ষা প্রাঙ্গনে অচলাবস্থা তৈরি করেছেন বাম- অতিবাম সংগঠনের প্রতিনিধিরা। সেখানকার পরিস্থিতি আদালতের সামনে তুলে ধরেন জনস্বার্থ মামলাকারী আইনজীবী অর্ক নাগ (Arka Nag)। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন না, পঠন পাঠন বন্ধ রয়েছে। তাই আদালতের দ্রুত শুনানির আর্জি জানান তিনি। তার প্রেক্ষিতে প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন রয়েছে। তা ছাড়া ওই বিষয়ে হস্তক্ষেপের জন্য রাজ্যের নিজস্ব ক্ষমতা রয়েছে। আদালত এই বিষয়ে ঢুকবে না। আইনশৃঙ্খলাজনিত কোনও বিষয় হলে পুলিশ পদক্ষেপ করবে।” এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের আন্দোলন সামলানোর দায়িত্ব উপাচার্য এবং শিক্ষা কর্মীদের। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, তাই যা করার রাজ্য করবে, আদালত নয়।

 

spot_img

Related articles

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian...

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra...