Saturday, November 15, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিতের প্রশংসায় গম্ভীর, কী বললেন তিনি ?

Date:

একদিনের বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হলেও, টি-২০ বিশ্বকাপ অধিনায়ক হিসাবে জয় করেছেন রোহিত শর্মা। আর এবার দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দোরগোড়ায়। অধিনায়ক হিসাবে রোহিত সফল বললেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে এমনভাবেই হিটম্যানের প্রশংসায় মাতলেন গৌতি।

এদিন টিম ইন্ডিয়ার হেড কোচ বলেন, “ রোহিতের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। খুব ভাল ছেলে। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ভাল মানুষ হলে ভাল নেতাও হতে পারবেন। আমার মনে হয় সেই কারণেই ও আইপিএলে এতগুলো ট্রফি জিতেছে এবং টি-২০ বিশ্বকাপও হাতে তুলেছে। “ এখানেই না থেমে হিটম্যান আরও বলেন, “ এখন সেগুলো ইতিহাস। অতীত নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাদের সামনে নতুন পরীক্ষা রয়েছে। আশা করি রোহিত নিজের সেরা ফর্মে থাকবে। শুধু ব্যাটিং নয়, নেতা হিসাবেও মাঠে নিজের সেরাটা দেবে।“

উল্লেখ্য, রোহিতই একমাত্র অধিনায়ক যিনি আইসিসির চারটি প্রতিযোগিতারই ফাইনালে উঠেছেন। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। ওই বছরই এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারা। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠল দল। তবে চ্যাম্পিয়ন্স টফিতে ব্যাট হাতে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি ভারত অধিনায়ক। ফাইনালে তাঁর ব্যাট থেকে রান চাইছে ভারতীয় সমর্থকরা।

আরও পড়ুন- শততম ফুটবল বিশ্বকাপে বিশেষ উদ্যোগ ফিফার, অংশগ্রহণের ৬৪ টি দেশ !

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version