রঙের উৎসবের আগে রাজ্যের দুই অংশ দুরকম আবহাওয়ার পূর্বাভাস (weather forecast) আবহাওয়া দফতরের। একদিকে দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকেই তাপমাত্রার পারদ চড়লেও বৃষ্টিতে ভিজবে উত্তরের জেলাগুলির দোল উৎসব।

সোমবার থেকেই আবাহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণের জেলাগুলির পারদ ছোঁবে (temperature rise) ৩৫ ডিগ্রি। পশ্চিমের পুরুলিয়ায় (Purulia) ৩৮ ডিগ্রি পর্যন্ত পারদ চড়ার পূর্বাভাস। সকালের দিকে মেঘলা আকাশ থাকলেও পরে মেঘ কেটে গিয়ে রোদের প্রকোপ বাড়বে।

তবে উত্তরের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস (rain forecast)। সোমবার থেকেই থাকবে মেঘলা আকাশ। বুধবার থেকে একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে। দোলের দিন শুক্রবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

–
–

–

–

–

–

–

–
