Tuesday, November 4, 2025

রাজ্যগুলির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে নয়া শিক্ষানীতি! কেন্দ্রকে কড়া আক্রমণ ঋতব্রতর

Date:

Share post:

মোদি সরকারের জাতীয় শিক্ষানীতি যে আসলে কতটা অন্তঃসারশূন্য এবং বিভ্রান্তিকর তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় কেন্দ্রকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, রাজ্য সরকারের কোনও মতামত ছাড়াই জোর করে ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই নয়া শিক্ষানীতি। রাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় ক্ষেত্রে যাতে পিছিয়ে না পড়ে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার চার বছরের স্নাতক কোর্স-সহ ইন্টারডিসিপ্লিনারি এবং মাল্টিডিসিপ্লিনারি পঠন-পাঠন চালু করেছে। কিন্তু এর জন্য যে বিপুল অঙ্কের খরচা জরুরি তা জোগান দেওয়া তো দূরের কথা, এই টাকা কোথা থেকে আসবে তা নিয়েও অদ্ভুতভাবে মৌন কেন্দ্র।

ঋতব্রতর প্রশ্ন, সর্বশিক্ষা মিশনে ২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় শেয়ারের টাকা এখনও রাজ্যকে দেওয়া হয়নি কেন? তাঁর অভিযোগ, ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ ২৬২৯ কোটি টাকা। কেন্দ্রের শেয়ার ১৭৪৫.৭৮ কোটি টাকা। আশ্চর্যের ব্যাপার ওই অর্থবর্ষের রাজ্য পেয়েছে মাত্র ৩১১.২৯ কোটি টাকা। সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা তীব্র সমালোচনা করেন ঋতব্রত। তাঁর কথায়, কেন্দ্র রাজ্যপাল ও অর্থাৎ আচার্যকে সম্পূর্ণ অসাংবিধানিক হিসাবে ব্যবহার করছে রাজ্য সরকারকে এড়িয়ে। উপাচার্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কেন্দ্র। যেসব উপাচার্য তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন না তাঁদের অনৈতিকভাবে সরিয়ে দিয়ে নিজেদের লোক বসিয়ে দিচ্ছেন আচার্য। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এভাবেই পুরোপুরি ধ্বংস করছে কেন্দ্র।

ঋতব্রতর কটাক্ষ, যোগীরাজ্যে পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথকে। অথচ রবীন্দ্রনাথই শিক্ষা ও সংস্কৃতির মধ্যে নিবিড় যোগসূত্র স্থাপন করেছিলেন। আসলে ওরা বোঝেই না, ৫ হাজার বছরের ডিএনএ জুড়ে শুধুই মা-মাটি-মানুষ আর মাছ। তাই বিজেপি পাঠক্রমে অন্তর্ভুক্ত করছে রামদেবকে। তৃণমূল সাংসদের অভিযোগ, গেরুয়া সরকারের নয়া জাতীয় শিক্ষানীতির বলি শুধু বিশ্বকবি নন, চালর্স ডারুইনের বিবর্তনবাদ এবং পিরিওডিক টেবিলও।

আরও পড়ুন- ব্রাত্যর বাড়ির দেওয়ালে পোস্টার: ৩ SFI সদস্যকে জিজ্ঞাসাবাদ, নাম জড়ালো CPIM নেতা পলাশের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...