Friday, May 23, 2025

সেমিনার রুমে খেলা দেখায় ইন্টার্নকে শোকজ, উত্তরবঙ্গ মেডিক্যালের ডিনকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

Date:

Share post:

রবিবার (৯ মার্চ ২০২৫) চ্যাম্পিয়ন ট্রফির (Champions Trophy)ফাইনাল দেখা নিয়ে বিতর্ক শুরু, ঘটনার তিনদিনের মাথায় বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College Hospital)ডিনকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের।রক্ত ঝরল ক্যাম্পাসে! জানা যায় ভারত -নিউজিল্যান্ডের ফাইনাল (India vs New Zealand Final) খেলার দিন দুপুরে কলেজের সেমিনার হলে ম্যাচ দেখেন হাউস স্টাফ, ইন্টার্নরা। এরপরেই সানি মান্না নামের এক ইন্টার্নকে শোকজ করা হয়। প্রতিবাদে বুধবার দেড়শো ছাত্রছাত্রী ডিন অনুপমা নাগকে (Anupama Nag)ঘেরাও করে। প্রথমে হাসপাতালে নিজের কক্ষে এবং পরে সন্ধ্যায় গাড়িতে ঘেরাও হন ডিন। তাঁর পদত্যাগের দাবিতে সরব বেশ কয়েকজন।উত্তেজনা ছড়ায় মেডিক্যাল কলেজ চত্বরে।

ডিন জানান, খেলা দেখা কোনও অ্যাকাডেমিক পার্ট-এর সঙ্গে যুক্ত নয়। এমনিতে খেলা দেখা খারাপ না। কিন্ত কলেজের সেমিনার হলে নানা ধরণের অনুষ্ঠান হয়। সেক্ষেত্রে এভাবে সকলে মিলে সেমিনার রুমে গিয়ে অপরিচ্ছন্ন করে রেখেছে। তাই তিনি জানতে চান কার অনুমতিতে এই কাজ হয়েছে। পড়ুয়ারা বলেছেন, ম্যাচ দেখার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অফিসিয়াল চিঠির কোনও উত্তর মেলেনি। এরপর প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়।ফাইনাল ম্যাচের দিন ফোনে তিনি খেলা দেখার অনুমতি দেন বলেই দাবি আয়োজকদের। এরপর সেমিনার হলে খেলা দেখানোর ব্যবস্থা হয়। কিন্তু তার পরও এক ইন্টার্নকে কেন শোকজ তা জানতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়াদের একাংশ। বিকেল পাঁচটার পর পড়ুয়াদের বাধা পেরিয়ে নিজের গাড়িতে ওঠেন ডিন অনুপমা নাগ। সেই সময় বনেটে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্র সংসদের সদস্যরা। ইচ্ছাকৃতভাবেই ওই ইন্টার্নকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। ঘটনার জেরে পড়ুয়াদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক ছাত্র জখম হয়েছে বলেও খবর।

 

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...