Tuesday, May 13, 2025

হিন্দিতে রবীন্দ্রসংগীত গাইতে ৩ কোটি চাইলেন অরিজিৎ! বিস্মিত বাবুল

Date:

Share post:

আপাতদৃষ্টিতে খুব সাদামাটা জীবনযাত্রায় অভ্যস্ত বলিউড শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) নাকি অন্য ভাষায় রবীন্দ্রসংগীত (Rabindra Sangeet) গাইতে তিন কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন! খবর শুনে চোখ কপালে উঠেছে আরেক গায়ক বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। হলিউডের মার্টিন গ্যারিক্স, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন শিল্পীরা যাঁর সান্নিধ্য পেতে বিদেশ থেকে বাংলার মুর্শিদাবাদে এসে হাজির হন, সেই গায়কের মিষ্টি স্বভাব আর অতি সাধারণ জীবনধারণ এতদিন ধরে সোশ্যাল মিডিয়ার চর্চা ছিল। কিন্তু এবার গায়ক যেটা করলেন সেটা সত্যিই অবিশ্বাস্য। বিষয়টি জানতে পেরেই বিস্মিত বাবুল সুপ্রিয়।

মুম্বইয়ের এক খ্যাতনামা সংস্থার তরফে রবীন্দ্রসঙ্গীতের একটি হিন্দি অ্যালবাম রিলিজ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কবিগুরুর গান গাওয়ার জন্য ডাক পড়েছে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিং (Arijit Singh), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), মধুমন্তি বাগচীদের (Madhubanti Bagchi)। বলিউড সূত্রে খবর সেই অ্যালবামের জন্যই অরিজিৎ সিংয়ের একটি একক এবং আরেকটি ডুয়েট গান গাওয়ার কথা ছিল। এরপরই গায়কের ম্যানেজার জানিয়েছেন হিন্দি ভাষায় রবীন্দ্রগীতির জন্য অরিজিৎ এক একটি গানের জন্য দেড় কোটি টাকা করে পারিশ্রমিক চান। এই কথা জানতে পেরে অবাক বাবুল (Babul Supriyo)। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘অরিজিৎকে খুব সাদামাটা বলেই জানি। সেদিক থেকে বাঙালি হিসেবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য এক একটি গানে ওঁর দেড় কোটি টাকা পারিশ্রমিক চাওয়া, আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে।’ বাকি শিল্পীদের নিয়ে অবশ্য কোনও বিতর্ক নেই কারণ তাঁরা তুলনামূলক অনেক কম পারিশ্রমিকেই রাজি হয়েছেন বলে গায়ক কথা তৃণমূল বিধায়ক জানিয়েছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী, প্রযোজনার সংস্থা অরিজিৎকে টাকার অংক কমানোর জন্য অনুরোধ করলেও এখনও পর্যন্ত পদ্মশ্রী গায়ক রাজি হননি বলেই জানা গেছে।

 

spot_img

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...