Monday, November 3, 2025

অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে ২-৪ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল

Date:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। বুধবার শেষ ষোলোর ম্যাচে পেনাল্টিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারায় রিয়াল। বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালকে নির্ধারিত সময়ে ১-০ হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-২। শেষমেশ টাইব্রেকারে ২-৪ ব্যবধানে হেরে যায় অ্যাটলেটিকোকে। আর শেষ আটের জায়গা পাঁকা করে নেয় ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপেরা। কোয়ার্টার ফাইনালে রিয়ালের সামনে আর্সেনাল।

ম্যাচে প্রথম মিনিটেই এগিয়ে যায় আটলেটিকো। অ্যাটলেটিকোকে গোল করে এগিয়ে দেন কোনর ক্যালাঘার। এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলে গোলের দরজা খুলতে পারেননি ভিনিসিয়াস, এমবাপেরা। তবে এরই মধ্যে ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়ে কিলিয়ান এমবাপেকে। তবে পেনাল্টি থেকে ভিনিসিয়াসের শট বারের উপর দিয়ে উড়ে যায়। পরে গোটা ম্যাচে আর গোল হয়নি। ফলে দুই পর্ব মিলিয়ে ফলাফল দাঁড়ায় ২-২। খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। তাতেই ২-৪ গোলে জিতে যায় রিয়াল।

তবে এরই মধ্যে দেখা দেয় বিতর্ক। অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার আলভারেজের পেনাল্টি শট বাতিল করেন রেফারি। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে। শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার। মাটিতে পড়তে পড়তেই ডান পায়ের শটে গোল করেন তিনি। তবে রেফারি সেই গোল বাতিল করেন।

আরও পড়ুন- কেন ভেঙ্কটেশকে বদলে কেকেআর অধিনায়ক রাহানে? মুখ খুললেন নাইট সিইও

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version