বিধানসভায় স্বাধিকারভঙ্গ! বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সতর্ক করলেন অধ্যক্ষ

খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় (হিরণ) রাজ্য সরকারের বিরুদ্ধে অসত্য ও অবমাননাকর তথ্য পেশ করার অভিযোগে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাবের মুখোমুখি হলেন। অভিযোগের ভিত্তিতে, তিনি দাবি করেছিলেন যে রাজ্য সরকার ঘুষ দিয়ে স্কচ পুরস্কার পেয়েছে।

বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সতর্ক করেন। অধ্যক্ষ জানান, হিরণ চট্টোপাধ্যায়ের দেওয়া জবাব সঠিক তথ্যের উপর ভিত্তি করে নয়। তিনি প্রথমবারের বিধায়ক হওয়ায় এটি তাঁর অনিচ্ছাকৃত ভুল হিসেবে ধরে নিয়ে তাকে মার্জনা করা হচ্ছে। তবে অধ্যক্ষ হিরণকে অনুরোধ করেন, তিনি যেন ভবিষ্যতে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকেন এবং নিজের ভুল স্বীকার করেন। এছাড়া অধ্যক্ষ আরও বলেন, বিধানসভায় সংসদীয় আচরণ ও শিষ্টাচারের প্রতি সকলেরই সম্মান রাখা উচিত।

আরও পড়ুন- সম্প্রসারণের কাজ প্রায় শেষ! চলতি বছরেই শুরু কল্যানী এক্সপ্রেসওয়ে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_