Monday, August 25, 2025

রঞ্জিট্রফিকে আকর্ষণীয় করে তুলতে বিশেষ বার্তা গাভাস্করের

Date:

Share post:

ঘোরয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলে সুযোগ পেতে হলে খেলতেই হবে ঘোরোয়া ক্রিকেটে। আর এবার রঞ্জিট্রফিকে বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য, টুর্নামেন্টের ম্যাচ ফি বাড়ানোর দাবি তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

এই নিয়ে নিজের কলামে সানি লিখেছেন, ‘‘আগামী মরশুম থেকে রঞ্জিট্রফির ম্যাচ ফি আরও বাড়ানো হোক। জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটাররা যে অর্থ পায়, তার সঙ্গে রঞ্জি ট্রফিতে কঠোর পরিশ্রম করা ক্রিকেটারের ম্যাচ ফি-র পার্থক্য অনেকটাই।” প্রাক্তন ভারত অধিনায়ক এই প্রসঙ্গে টেনে এনেছেন, মুম্বই ক্রিকেট সংস্থার উদাহরণ। গাভাস্কর আরও লিখেছেন, ‘‘একমাত্র মুম্বই ক্রিকেট সংস্থা জাতীয় দলের সমান অর্থ ম্যাচ ফি হিসাবে দিয়ে থাকে। যদি দেশের বাকি রাজ্যগুলোর ক্রিকেট সংস্থাও একই পথে এগোয়, তাহলে ঘরোয়া ক্রিকেটে খেলা খেলোয়াড়রাও অনেক অর্থ উপার্জন করতে পারবে।”

প্রসঙ্গত, রঞ্জিট্রফিতে মোটামুটি অভিজ্ঞ ক্রিকেটাররা এখন দিন পিছু ৬০ হাজার টাকা করে পেয়ে থাকে। অর্থাৎ চার দিনের ম্যাচে একদন ক্রিকেটার ২ লক্ষ ৪০ হাজার টাকা আয় করে থাকেন। কোনও ক্রিকেটার যদি সব ম্যাচ খেলে রঞ্জি ফাইনালে ওঠেন, তাহেল তাঁর মোট প্রাপ্য অর্থ হবে প্রায় ২৫ লক্ষ। এছাড়া সাবা দলের বাকি দু’টি ঘরোয়া টুর্নামেন্ট খেলেও বেশ ভাল অর্থ আয় করেন ক্রিকেটাররা। যদিও গাভাসকর চান, ঘরোয়া ক্রিকেটে একটা মরশুম খেলে একজন ক্রিকেটার যেন অন্তত ১ কোটি টাকা আয় করতে পারেন।

সানি লিখেছেন, ‘‘বিসিসিআইয়ের কাছ থেকে প্রত্যেক রাজ্য সংস্থা প্রচুর অর্থ পায়। এর বেশিরভাগই পড়ে থাকে ব্যাঙ্কে। পরিকাঠামো তৈরি বা ক্রিকেটের উন্নতিতে কাজে লাগানো হয় না। ফলে এই অর্থ থেকে ক্রিকেটারদের বাড়তি বেতন দেওয়া যেতেই পারে। আশার কথা, এখন প্রচুর এমন মানুষ প্রশাসনে আসছেন, যাঁরা খেলাটাকে সত্যিই ভালবাসেন।”

আরও পড়ুন- বাগানে কি চুক্তি বাড়ছে মোলিনার, ইস্টবেঙ্গলে কি থাকছেন অস্কার? একনজরে ইস্ট-মোহনের খবর

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...