রং-এর উৎসবে মাতল কেকেআর, ছবি পোস্ট নাইটদের

আজ দেশ জুড়ে পালিত হয়েছে রঙের উৎসব। সেই উৎসবে গা ভাসিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। এই মুহুর্তে শহর কলকাতায় রয়েছে নাইট ব্রিগেড। আইপিএল-এর প্রথম ম্যাচে নামছে তারা। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তার আগে রং-এর উৎসবে মাতেন নাইট নেতা অজিঙ্কে রাহানে থেকে রিঙ্কু সিংরা । যেই ছবি পোস্ট করেছে কলকাতার পক্ষ থেকে।

যেই ভিডিও প্রকাশ করা হয়েছে নাইটদের পক্ষ থেকে, সেখানে দেখা যাচ্ছে, জমিয়ে নাচ করছেন রিঙ্কু সিং । হাতে বন্দুক, সামনে উড়ছে আবির, সেখানেই জমিয়ে নাচলেন রিঙ্কু। টিম হোটেলে সুইমিং পুলের সামনে কেকেআরের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের জন্য হোলি খেলার আয়োজন করা হয়। সেখানে ঢাক-ঢোলের তালে আনন্দে মাতেন সকলে। কোচ ও অধিনায়ক রাহানেকে একে অপরকে রং মাখাতেও দেখা গিয়েছে। কেকেআরের অধিনায়ক রাহানের হাতে বন্দুক তুলে নিতেও দেখা যায়। পিচকিরি বন্দুক। তাতে রঙ ভরে সকলকে মাখান রাহানে। এমনকি বিদেশি ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরাও হাতে তুলে নেন পিচকিরি। মেতে উঠেন রংয়ের উৎসবে। গোটা দলকে দেখা গেল খোশমেজাজে। চলে জমিয়ে খাওয়া-দাওয়া ।

আরও পড়ুন-আফগান ক্রিকেট মহলে শোকের ছাঁয়া, সন্তানহারা হলেন ক্রিকেটার