ছুটির সকাল থেকে হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ক্রমাগত উর্ধ্বমুখী তাপমাত্রা। রবিবার ঝাড়গ্রামের পারদ পৌঁছে গেল ৪০ ডিগ্রিতে। আজ ও আগামিকাল বাঁকুড়া,বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ৬ জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

রবি- সোমে কলকাতায় অস্বস্তিকর গরম বাড়বে। পরিষ্কার আকাশে সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা হাওয়া অফিসের (Weather Department) কর্তাদের। বুধ বৃহস্পতিবার এর পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রির কাছাকাছি। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছতে পারে। সোমবার পর্যন্ত গরম চরমে থাকবে দিনের বেলায়। রাতেও অস্বস্তিকর আবহাওয়া। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়া শুষ্ক থাকবে।

–

–
–

–

–

–

–

–

–

–