Friday, December 19, 2025

‘স্বচ্ছ ভারত’-এ সেস! অভিষেকের প্রশ্নে মোদি জমানায় করের বোঝার পর্দাফাঁস

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেটে আয়কর কর ছাড়ের ফাঁপা বুলি শুনিয়ে বাহবা কুড়ানো অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) পর্দাফাঁস করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে ধাঁধাঁর  আয়কর ছাড়ের ঘোষণা করে, অন্যদিকে সাধারণ মানুষের উপর জিএসটি-সারচার্জ (surcharge), সেস (cess) গত ১০ বছরে প্রতি বছর ২২ শতাংশ হারে বাড়িয়ে কীভাবে নিজেদের পকেট ভরছে, সেই তথ্য উঠে এলো অভিষেকের প্রশ্নে। এমনকি স্বচ্ছ ভারত মিশন প্রকল্পেও করের উপর সেস আদায় করেছে কেন্দ্রের সরকার, বেরিয়ে এলো তথ্য।

লোকসভায় অর্থমন্ত্রককে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে ২০১৪-১৫ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত মোদি সরকারের জমানায় লাগু হওয়া সেস (cess) ও সারচার্জের (surcharge) তথ্য পেশ হয় সোমবার। আর সেই তথ্যেই দেখা যায়, করের উপর বসানো অতিরিক্ত কর অর্থাৎ সেস বৃদ্ধির হার। সেখানে উঠে আসে, বর্তমানে লাগু থাকা সেসগুলি ২০১৪-১৫ সালে যা ছিল তা ২০২৫-২৬ সালে বেড়েছে ৪৬২ শতাংশ। এমনকি যে স্বাস্থ্যখাতে (health sector) কোনও সেস দিতে হত না সেখানে সেস (cess) থেকে ৩৫ কোটি টাকা উপার্যনের পরিকল্পনা বর্তমান কেন্দ্রীয় বাজেটে।

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা একদিকে তলানিতে গিয়ে ঠেকেছে। সেখানে ক্রমশ বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্য যৌথখাতে (health and education sector) সেস-এর পরিমাণ। ২০১৪-১৫ অর্থবর্ষে কোনও সেস না থাকা খাতে (cess not in operation) চলতি অর্থবর্ষে আয় হবে ৯৪ হাজার কোটি টাকা। বর্তমানে চলতি ও বন্ধ হওয়া সেস চার্জগুলির থেকে আয় ১ লক্ষ ৬২ হাজার ৮৯ কোটি বেড়েছে মাত্র ১০ বছরে।

অন্যদিকে আয়করের উপর সারচার্জ (surcharge) বসানোর ক্ষেত্রেও পিছিয়ে নেই নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। অভিষেকের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রক রিপোর্ট প্রকাশ করে, ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষে সারচার্জ বৃদ্ধির পরিমাণ ৯৯৯ শতাংশ। যার ফলে কেন্দ্রের সরকারের আয় বেড়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৭৯৮ কোটি টাকা। এখানেই প্রমাণিত, আয়কর ছাড়ের ঊর্ধসীমা বাড়ানোর নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) ঘোষণা কতটা ভাঁওতাবাজি।

অর্থমন্ত্রককে সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) করা প্রশ্নে ফাঁস হয়ে গিয়েছে কীভাবে গোটা দেশে ঢালাও প্রচার চালানো স্বচ্ছভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে সেই প্রকল্প থেকে কর ও সেস আদায় করেছে মোদি সরকার। গত অর্থবর্ষ পর্যন্তও এই প্রকল্প থেকে ৫.২ কোটি টাকা আদায় হয়েছে। সেস ও সারচার্জ মিলিয়ে নিজেদের পকেট ভরতে আয় বাড়িয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ৮৮৭ কোটি টাকা।

spot_img

Related articles

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...