গাজার মাটিতে বেলাগাম বিমান হামলা চালাল ইজরায়েলের, মৃত দুশোর বেশি!

যুদ্ধ বিরোধী শেষ হতে না হতেই ফের হামলা শুরু ইজরায়েলের (Israel attack on Hamas)। গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার আকাশ পথে হামলায় এখনও পর্যন্ত দুশো জনেরর বেশি মৃত্যুর খবর মিলেছে। যার মধ্যে রয়েছে বহু শিশু ও মহিলাও। মধ্য গাজার ডের আল-বালাহ, গাজা সিটি, খান ইউনুস ও রাফা-সহ আরও একাধিক জায়গাতেও হামলা চালানো হয়েছে বলে খবর।

গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে হামাসের সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি করে ইজরায়েল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামানোর জন্য এই উদ্যোগ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি মেনে বহু পণবন্দিকে মুক্তি দেয় হামাস। তবে ইজরায়েলের অভিযোগ সকলকে মুক্তি দেওয়া হয়নি। তাই চুক্তিভঙ্গের শাস্তি হিসেবেই এই আক্রমণ বলে দাবি বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের।