Thursday, August 28, 2025

নিয়োগ মামলায় রাজসাক্ষী: গোপন জবানবন্দিতে কী বললেন পার্থর জামাই কল্যাণময়

Date:

নিয়োগ মামলায় আরও জটিলতা বাড়ল!প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দিলেন আদালতে। বিশেষজ্ঞদের মতে, তার এই স্বীকারোক্তি পার্থর জন্য বিপজ্জনক হতে পারে।কিছুদিন আগেই কল্যাণময় ভট্টাচার্য(kalyanmay bhattacharjee) নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন, যা ইডির বিশেষ আদালত মঞ্জুর করে। এরপর বিচারক নির্দেশ দেন, কল্যাণময়কে নগর ও দায়রা আদালতের ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে হবে। নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সেই জবানবন্দি দিলেন তিনি।

ইডির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় শুধু নিজেই জড়িত ছিলেন না, বরং নিজের স্ত্রী, মেয়ে এবং জামাইকেও ঢাল হিসেবে ব্যবহার করতেন।পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে পার্থর মেয়ে-জামাইয়ের নাম উঠে আসে ইডির সন্দেহের তালিকায়।তাদের নামে একাধিক সংস্থার খোঁজ মেলে। মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই কল্যাণময় এসব সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন।

পার্থর স্ত্রীর নামে তৈরি একাধিক ট্রাস্টের মাধ্যমে কলকাতা ও বিভিন্ন জেলায় প্রচুর জমি কেনা হয়েছিল।জেরার মুখে কল্যাণময় স্বীকার করেছেন, পার্থর নির্দেশ মেনেই তিনি দুর্নীতিতে যুক্ত হন।এই মামলায় বিচারপর্ব শুরু হওয়ার পর কল্যাণময়ের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে আদালতের অনুমতি ছাড়া তিনি কলকাতা ছাড়তে পারবেন না। তবে গোপন জবানবন্দি দেওয়ার পর তিনি বিদেশযাত্রার অনুমতি চাইতে পারেন বলে মনে করা হচ্ছে।আগামী ২৬ ও ৩১ মার্চ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আরও দু’জন সাক্ষী দিতে পারেন বলে জানা গিয়েছে।

২০২২-এ শিক্ষক নিয়োগে বেনিয়মে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করা হয়। গ্রেফতার হন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের হেফাজতে নেয়। পিংলার একটি বেরসকারি স্কুলের সূত্রে সন্দেহের তালিকায় নাম জড়ায় পার্থর মেয়ে-জামাইয়ের।

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version