আরজি কর নির্যাতিতার বাবা-মায়ের আর্জি শুনবে হাইকোর্ট, সোমবার শুনানি

আরজি করের নির্যাতিতার বাবা মায়ের আবেদন দ্রুত শোনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণের আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ চলতি সপ্তাহে জানিয়ে দেয় যে, কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করতে পারবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী সোমবার এই আবেদন সংক্রান্ত মামলার শুনানি করবেন।

প্রসঙ্গত, আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালত গত ২০ জানুয়ারি অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দেয়। তবে সিবিআই ইতিমধ্যে এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে। এদিকে নির্যাতিতার বাবা-মা দাবি করেছেন, সঞ্জয়ের ফাঁসির সাজা নয়, এই ঘটনার পিছনে যারা ষড়যন্ত্র করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। তাঁরা আরও দাবি করেছেন যে, সিবিআই তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসেনি এবং তাদের আরও ভালোভাবে তদন্ত করতে হবে। এই মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছিল, এবং শীর্ষ আদালত সম্প্রতি কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানির অনুমতি দিয়েছে।

আরও পড়ুন- মেদিনীপুরে জমির চরিত্র বদল করে স্কুল! আদালতে বয়ান পার্থর বেয়াইয়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_