বারবার ধর্মকে হাতিয়ার করে নির্বাচনের বৈতরণী পারের বিজেপির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলার মানুষ। এরপরও বাংলায় নির্বাচনী প্রচারে সেই ধর্মকেই হাতিয়ার করার চেষ্টা করেছিল বিজেপি। তবে বিজেপির হিন্দুত্বের ধুঁয়োতে যে বাংলার মানুষকে প্রভাবিত করা যাবে না, তা পোস্টারে (poster) প্রমাণ করে দিল তৃণমূল। রামনবমীর (Ramnavami) ইস্যুতে বাংলাকে উত্তপ্ত করার বিজেপির চেষ্টা পোস্টারেই ব্যর্থ করে দিল তৃণমূলের আইটি সেল (IT cell)।

একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমী ইস্যুতে রাজ্যকে উত্তপ্ত করতে চাইছেন। অন্যদিকে ফের বুধবার শহরে বিজেপির তরফ থেকে পোস্টার (poster) দেওয়া হয়, সামনের রাম নবমীতে/ সবাই এক হওয়া চাই। পাল্টা পোস্টারে তৃণমূলের জবাব – ভাঙতে জানো কেবল তুমি/ তোমার মনে গন্ধ! অমিত শাহের (Amit Shah) হিন্দু তুমি/ আমরা বিবেকানন্দ।

যে বিজেপির মোদি সরকার বাংলার অপরাজিতা বিল (Aparajita Bill) মাসের পর মাস আইনের পরিণত হতে দেয়নি, সেই বিজেপি পোস্টার দিয়ে রাজ্যের মহিলাদের নিরাপত্তার দাবি করে। শহরে বুধবার এরকম পোস্টারও বাঁধতে দেখা যায় বিজেপি কর্মীদের। জবাব দিতে এতটুকুও দেরি করেননি তৃণমূল আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। ব্রীজভূষণ আর আশারামের উদাহরণ টেনে পোস্টারে দাবি করা হয় – তাদের মুখে নারীর কথা? হেসেই ফাটে ছাতি।

–

–

–

–

–

–

–

–
