যক্ষ্মা নির্মূলে বাংলাকে স্বীকৃতি কেন্দ্রের! লন্ডন থেকে এক্স হ্যান্ডেলে জানালেন মুখ্যমন্ত্রী

যক্ষ্মা নির্মূল অভিযানে অসামান্য সাফল্য অর্জন করেছে বাংলা। চলতি বছরের মধ্যে দেশ থেকে যক্ষ্মা নির্মূল করতে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি একশো দিনের কর্মসূচি গ্রহণ করেছিল। সেই অভিযানে নজরকাড়া সাফল্য দেখিয়েছে বাংলা, বিশেষত পূর্ব মেদিনীপুর, যা দেশের ৩৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সেরা ২০১টি জেলার মধ্যে স্বর্ণ পদক পেয়েছে। অপরদিকে নদিয়া জেলা পেয়েছে ব্রোঞ্জ পুরস্কার।

বাংলার এই সাফল্য রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিতে সোমবার রাতে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরকারি সফরে লন্ডনে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার রাতে টুইটে যক্ষা নির্মূলে বাংলার দক্ষতায় কেন্দ্রের প্রশংসার প্রসঙ্গটি তুলে ধরে মুখ্যমন্ত্রী লেখেন, “বাড়ি-বাড়ি পৌঁছে গিয়ে স্বাস্থ্যকর্মীরা যেভাবে যক্ষ্মা রোগীদের সন্ধান করেছেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে রোগীর মৃত্যুহার কমানোর জন্য কাজ করেছেন, তার জন্য আমি স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

 

স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ১০০ দিন ধরে বাড়ি বাড়ি চলা অভিযানে নতুন করে কয়েক হাজার যক্ষ্মারোগীর সন্ধান পাওয়া গিয়েছে। তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে কফ, বুকের এক্স-রে সহ প্রয়োজনীয় পরীক্ষাগুলি করা হয়। যাদের যক্ষ্মা ধরা পড়েছে, তাদের নামের তালিকা তৈরি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে। এছাড়া, প্রশাসন যক্ষ্মা সংক্রান্ত ভ্রান্তি দূর করতে সচেতনতা মূলক প্রচারও চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন- কলকাতা-লন্ডন সরাসরি উড়ান, বিশ্ব বাংলার স্টল: ভারতীয় হাই কমিশনে দাবি মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_