Monday, January 26, 2026

রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাকে স্বচ্ছ – দুর্নীতিমুক্ত করতে উদ্যোগ! চালু হচ্ছে নতুন পোর্টাল

Date:

Share post:

রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে রাজ্য সরকার এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে পঞ্চায়েত দফতর একটি নতুন পোর্টাল চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ফাঁকি রুখে দেওয়া হবে। এর ফলে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরে আর হাতে লেখা রশিদ প্রদান করা হবে না।

এখন থেকে পুরো পঞ্চায়েত ব্যবস্থায় ‘সহজ-সরল’ পোর্টাল ব্যবহৃত হবে। আগে যেখানে গ্রাম পঞ্চায়েত স্তরে ‘জিপিএমএস’ পোর্টাল এবং জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি স্তরে ‘আইএফএমএস-সরল’ পোর্টাল ব্যবহৃত হত, এবার তিনটি স্তরেই একটি নতুন পোর্টাল চালু হবে। পঞ্চায়েত দফতর ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশিকা জেলাশাসকদের পাঠিয়ে দিয়েছে।

এ প্রসঙ্গে নবান্নের সরকারি সূত্র জানিয়েছে, পঞ্চায়েতের তিনটি স্তরে প্রতিদিনই বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়। ঘাট, মাঠ, বাড়ি, লিজ বা ভাড়া বাবদ রাজস্ব আদায়, দরপত্র সংক্রান্ত টাকার জমা হওয়া, পাশাপাশি বিভিন্ন খাতে ব্যয় হওয়া— সব কিছুই এখন হবে আরও স্বচ্ছ ও সঠিকভাবে। তবে, এর আগে শুধুমাত্র হাতে লেখা রসিদ পেতেন জমাদাতা বা খরচকারী। নতুন পোর্টাল চালু হলে, সব লেনদেনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পোর্টালে উঠে যাবে এবং সেই সঙ্গে রসিদও পাওয়া যাবে অনলাইনে। এতে কেন্দ্রীয় নজরদারি আরও সহজ হবে, যা দুর্নীতির রোধে কার্যকর ভূমিকা রাখবে।

অভিযোগ রয়েছে, পূর্বে পঞ্চায়েতগুলিতে বিল মেটানোর সময় ‘ম্যানুয়ালি’ বা হাতে লেখা রসিদ দেওয়া হত, যা প্রশাসনিক পরিভাষায় ‘পাস ফর পেমেন্ট’ বলে পরিচিত। নতুন পোর্টাল চালু হলে, এই রসিদও পোর্টাল থেকেই স্বয়ংক্রিয়ভাবে পাবেন সকল পক্ষ।

এছাড়া, নতুন নিয়ম অনুযায়ী, ন্যাশনাল অ্যাকাউন্ট কোডিফিকেশন অনুযায়ী, কোন কোন খাতে খরচ হবে, তা পূর্বনির্ধারিত অ্যাকাউন্ট হেডে বেঁধে দেওয়া হয়েছে। ফলে, পঞ্চায়েত ব্যবস্থায় রাজস্ব আদায় ও খরচের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ অনেকটাই শক্তিশালী হবে।

আরও পড়ুন- যারা প্রথম আসবে, জ্বালানি ছাড় দেব: সরাসরি উড়ানের আর্জি জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দুটি কিডনি নষ্ট! নন্দীগ্রামের সেবাশ্রয়-এর আশ্রয়ে শুভাশিস, খরচ ৩০ লক্ষ টাকা

মণীশ কীর্তনিয়া নন্দীগ্রাম বয়সের তুলনায় বুড়োটে দেখায় চেহারাটা। নন্দীগ্রাম ২ সেবাশ্রয় ক্যাম্পে রবিবার ভরদুপুরে মাটিতে বসে আছেন শুভাশিস শাসমল। পাশে...

Padma Awards: পদ্মশ্রী সম্মান দুই বিশ্বকাপজয়ী অধিনায়ককে, পদ্মভূষণ অমৃতরাজ

চলতি বছর পদ্ম সম্মানে (Padma Awards) সম্মানিত হচ্ছেন ৯ ক্রীড়াবিদ।  প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...

চিকিৎসায় নিঃশব্দে ইতিহাস: পদ্মশ্রী স্বীকৃতি সরোজ মণ্ডলকে

তিনি কখনও প্রচারের আলোয় আসতে চাননি। সারাদিন হাসপাতালের ব্যস্ততা আর রোগীদের ভিড় সামলানোই ছিল তাঁর ধ্যানজ্ঞান। কিন্তু কাজই...

প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত টলিউড, শুভেচ্ছা সতীর্থ থেকে অনুরাগীদের

প্রত্যেক বছরের মত এবারেও সাধারণতন্ত্র দিবসের আগের দিন কেন্দ্রের পদ্ম পুরস্কারের তালিকা ঘোষিত হয়েছে। আর সেখানেই পদ্মশ্রী (Padmashree...