রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত করার উদ্দেশ্যে রাজ্য সরকার এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে পঞ্চায়েত দফতর একটি নতুন পোর্টাল চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ফাঁকি রুখে দেওয়া হবে। এর ফলে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরে আর হাতে লেখা রশিদ প্রদান করা হবে না।

এখন থেকে পুরো পঞ্চায়েত ব্যবস্থায় ‘সহজ-সরল’ পোর্টাল ব্যবহৃত হবে। আগে যেখানে গ্রাম পঞ্চায়েত স্তরে ‘জিপিএমএস’ পোর্টাল এবং জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি স্তরে ‘আইএফএমএস-সরল’ পোর্টাল ব্যবহৃত হত, এবার তিনটি স্তরেই একটি নতুন পোর্টাল চালু হবে। পঞ্চায়েত দফতর ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশিকা জেলাশাসকদের পাঠিয়ে দিয়েছে।

এ প্রসঙ্গে নবান্নের সরকারি সূত্র জানিয়েছে, পঞ্চায়েতের তিনটি স্তরে প্রতিদিনই বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়। ঘাট, মাঠ, বাড়ি, লিজ বা ভাড়া বাবদ রাজস্ব আদায়, দরপত্র সংক্রান্ত টাকার জমা হওয়া, পাশাপাশি বিভিন্ন খাতে ব্যয় হওয়া— সব কিছুই এখন হবে আরও স্বচ্ছ ও সঠিকভাবে। তবে, এর আগে শুধুমাত্র হাতে লেখা রসিদ পেতেন জমাদাতা বা খরচকারী। নতুন পোর্টাল চালু হলে, সব লেনদেনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পোর্টালে উঠে যাবে এবং সেই সঙ্গে রসিদও পাওয়া যাবে অনলাইনে। এতে কেন্দ্রীয় নজরদারি আরও সহজ হবে, যা দুর্নীতির রোধে কার্যকর ভূমিকা রাখবে।

অভিযোগ রয়েছে, পূর্বে পঞ্চায়েতগুলিতে বিল মেটানোর সময় ‘ম্যানুয়ালি’ বা হাতে লেখা রসিদ দেওয়া হত, যা প্রশাসনিক পরিভাষায় ‘পাস ফর পেমেন্ট’ বলে পরিচিত। নতুন পোর্টাল চালু হলে, এই রসিদও পোর্টাল থেকেই স্বয়ংক্রিয়ভাবে পাবেন সকল পক্ষ।


এছাড়া, নতুন নিয়ম অনুযায়ী, ন্যাশনাল অ্যাকাউন্ট কোডিফিকেশন অনুযায়ী, কোন কোন খাতে খরচ হবে, তা পূর্বনির্ধারিত অ্যাকাউন্ট হেডে বেঁধে দেওয়া হয়েছে। ফলে, পঞ্চায়েত ব্যবস্থায় রাজস্ব আদায় ও খরচের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ অনেকটাই শক্তিশালী হবে।


আরও পড়ুন- যারা প্রথম আসবে, জ্বালানি ছাড় দেব: সরাসরি উড়ানের আর্জি জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

_

_

_
_

_

_