Friday, November 14, 2025

তাঁর দাপুটে ব্যাটিং-এই প্রথম জয় কলকাতার, নাইটদের হয়ে দুরন্ত ইনিংস খেলে কী বললেন ডি’কক?

Date:

গতকাল রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে ২০২৫ আইপিএল-এ প্রথম জয় পায় কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে কুইন্টন ডি’কক। ৯৭ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ৬টি ছক্কা এবং ৮ টি চার দিয়ে। আর এই রানের সৌজন্যে ম্যাচের সেরাও তিনি। এই ইনিংসে শুধু ম্যাচ জেতানোই নয়, জোড়া রেকর্ডও গড়েন ডি’কক। আর দলের হয়ে পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত নাইট ব্যাটার। বললেন, ১০ দিনের প্রস্তুতি নিয়েছিলাম , সেটাই কাজে লাগাতে পেরে ভাল লাগছে।

ম্যাচ শেষে ডি’কক বলেন, “আমি সুযোগ কাজে লাগাতে পেরে খুশি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। এমনিতে আইপিএল বড় বড় চার-ছক্কার জন্য পরিচিত। তবে আজকের পরিস্থিতি সেভাবে খেলার মতো ছিল না।“ এখানেই না থেমে নাইট ব্যাটার আরও বলেন, “ আমাদের ভাগ্য ভাল পরে ব্যাট করার সুযোগ পেয়েছি। উইকেটটা দেখার সময় পেয়ে গিয়েছিলাম। বল কেমন ভাবে ব্যাটে আসছে সেটা দেখে নিয়েছিলাম আমরা। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। আইপিএল মানেই ছক্কার খেলা। কিন্তু আমার জন্য সেটা নয়। আমি শুধু নিজের মতো খেলে ম্যাচ জেতাতে চাই।“

গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন ডি’কক। তবে এবার মেগা নিলামে তাঁকে কিনে নেয় কলকাতা। নতুন মরশুম, নতুন দল। ডি’কক বলেন, “নতুন মানুষের সঙ্গে আলাপ করতে ভাল লাগে। নতুন পরিবেশ ভাল লাগে। কখনও কোনও দলে মিশতে সময় লাগে। কিন্তু কেকেআরে সকলে আমাকে খুব আপন করে নিয়েছে। সেটা ভাল লাগছে।“

এদিকে গতকাল জোড়া রেকর্ডও গড়েন ডি’কক। প্রথমমত, রান তাড়া করার ক্ষেত্রে নাইটদের হয়ে এটাই কোনও ব্যাটারের সর্বোচ্চ স্কোর। এর আগে এই রেকর্ড ছিল ২০১৪ ফাইনালে। ৯৪ রানের ইনিংস খেলেন মণীশ পাণ্ডে। দ্বিতীয়ত, গুয়াহাটির স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রানও এখন ডি’ককের দখলে।

আরও পড়ুন- বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখল অস্ট্রেলিয়া-সৌদি আরব

Related articles

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...
Exit mobile version