Thursday, August 28, 2025

প্রথম ম্যাচে জিততেই বদলে গেল মুহুর্ত , মাঠেই পন্থকে বুকে টেনে নিয়ে উচ্ছ্বাস লখনউ কর্ণধারের, ভাইরাল ছবি

Date:

গতকাল চলতি আইপিএল-এ প্রথম জয় পায় লখনউ সুপার জায়ান্ট। সানরাইজার্স হায়দরাবাদকে হারায় ৫ উইকেটে। সৌজন্যে শার্দুল ঠাকুর। একাই নেন ৪ উইকেট। লখনউ-এর হয়ে ব্যাট হাতে দাপট দেখান নিকোলাস পুরান এবং মিচেল মার্শ। পুরান করেন ৭০ রান। মার্শ করেন ৫২ রান। আর এই জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে ম্যাচ শেষে মাঠে জড়িয়ে ধরেন এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

চলতি আইপিএল-এ প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারের মুখ দেখে লখনউ। সেই ম্যাচে হারের পর সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ পন্থের ছবি ভাইরাল হয়। যেই ছবি দেখে বোঝা যাচ্ছে পন্থকে কিছু বলছেন গোয়েঙ্কা। আর তা শুনছেন পন্থ। সেই ছবি দেখে অনেকেরই মনে পড়েছিল কেএল রাহুলের সঙ্গে লখনউ কর্ণধারের কথোপকথনের সেই স্মৃতি। পন্থের সঙ্গে কী কথা হল সেই নিয়ে কৌতূহল তুঙ্গে ওঠে। যদিও পরে জানা যায়, হারের হতাশা থাকলেও দলের খেলার প্রশংসাই করেছিলেন গোয়েঙ্কা। তবে এবার ম্যাচের পর সামনে আসে অন্য ছবি। যেই ছবি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, পন্থকে বুকে টেনে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন লখনউ কর্ণধার।

গতকাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৯০ রান করে হায়দরাবাদ। লখনউর হয়ে বল হাতে দাপট দেখান শার্দুল ঠাকুর। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় লখনউ। লখনউ-এর হয়ে ব্যাট হাতে দাপট দেখান নিকোলাস পুরান এবং মিচেল মার্শ। পুরান করেন ৭০ রান। মার্শ করেন ৫২ রান।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version