Monday, November 10, 2025

‘অমানবিক, বেআইনি’: যোগী সরকারের বুলডোজার নীতিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Date:

পছন্দসই না হলেই বুলডোজার (bulldozer)। বিজেপি শাসিত রাজ্যগুলিতে কার্যত বুলডোজার দিয়ে দমিয়ে রাখার নীতি বর্তমান বাস্তব। আদালত একাধিকবার ভর্ৎসনা করলেও বদল হয়নি সেই নীতির। এবার শীর্ষ আদালতে ভর্ৎসিত যোগীরাজ্যের প্রয়াগরাজ উন্নয়ন পর্ষদ (Prayagraj Development Authority)। মানুষের মৌলিক বাসস্থানে অধিকার আর প্রশাসনের নির্দিষ্ট পদ্ধতি মেনে কাজ করার পদক্ষেপ নিয়ে যে ছেলেখেলা করেছে প্রশাসন, তার কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রত্যেকটিকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ শীর্ষ আদালতের।

প্রয়াগরাজে বুলডোজার চালিয়ে বাড়ি ভাঙার ঘটনায় ক্ষতিগ্রস্তরা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এক আইনজীবী, একজন অধ্যাপক ও আরও তিনজন। সেই মামলায় বিচারপতি অভয় এস ওকা পর্যবেক্ষণে কার্যত যোগী প্রশাসনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। যেখানে ১৮ ডিসেম্বর বাড়ি ভাঙা সংক্রান্ত হুঁশিয়ারি দিয়ে নোটিশ জারি হয়, সেখানে সেই নোটিশ পৌঁছায়ইনি অভিযোগকারীদের বাড়িতে। অথচ সেই দিনই দুবার নোটিশ পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার উল্লেখ করা হয়েছে।

আবার সেই একই নোটিশ ২১ জানুয়ারি টাঙিয়ে দেওয়ার উল্লেখ করা হয়েছে। অথচ ২১ তারিখে সেই নোটিশ রেজিস্টার্ড পোস্টে (registered post) পাঠানো হয়। সেই নোটিশ পোস্ট (registered post) মারফৎ ৬ মার্চ পৌঁছায় অভিযোগকারীদের কাছে। আর ৭ তারিখেই বাড়ি ভাঙার (bulldozed) কাজ শুরু হয়। কীভাবে মানুষ বাড়িতে উপস্থিত কি না, তা না দেখেই নোটিশ টাঙিয়ে দিয়েই দাবি করা হয়েছে, নোটিশ জারি হয়েছে। প্রশাসনের কাজের পদ্ধতি নিয়ে এভাবেই প্রশ্ন তোলেন বিচারপতি।

যার বাড়ি ভাঙা হচ্ছে, তিনি কোনও বক্তব্য রাখার সুযোগই পাননি। সেক্ষেত্রে অভিযোগকারীর পক্ষের আইনজীবী দাবি করেন, নতুন করে বাড়ি তৈরির ক্ষমতা তাঁদের নেই। প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটিকে (Prayagraj Development Authority) নির্দেশ দেওয়া হয় প্রতিটি ক্ষতিগ্রস্তকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version