টি-টোয়েন্টির পর একদিনের সিরিজেও হারল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৯২ রান তাড়া করতে নেমে ৯ রান তুলতেই পড়ে গেল পাকিস্তানের তিন উইকেট। সেখান থেকে ৩২ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রিজওয়ানের দল। তবে পাকিস্তান যে ২০৮ রান পর্যন্ত তাদের স্কোর নিতে পেরেছে সেটি মূলত ফাহিম আশরাফ ও নাসিম শাহর কল্যাণে।
দুজনের ফিফটিতে হারের ব্যবধান কমাতে পারলেও সিরিজ আর বাঁচাতে পারেনি পাকিস্তান।

বুধবার হ্যামিল্টনে দ্বিতীয় একদিনের ম্যাচে কিউয়িদের কাছে ৮৪ রানে হেরেছে পাকিস্তান। ২-০ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে নিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান তুলেছিল কিউয়িরা। ৭৮ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন মিচেল হে। এছাড়া মহম্মদ আব্বাস করেন ৬৬ বলে ৪১ রান। পাল্টা ব্যাট করতে নেমে, ৪১.২ ওভারে মাত্র ২০৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাবর আজম (১), রিজওয়ানরা (৫) চরম ব্যর্থ। একটা সময় তো ৩২ রানেই পাকিস্তানের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। বিপর্যয়ের মুখে জোড়া হাফ সেঞ্চুরি করে কিছুটা মুখরক্ষা করেন ফাহিম আশরফ (৮০ বলে ৭৩) ও নাসিম শাহ (৪৪ বলে ৫১)। কিউয়ি পেসার বেন সিয়ার্স ৫ উইকেট নেন।

–

–


–


–

–

–

–
–

–
