Friday, August 22, 2025

স্ত্রীকে খুনের অভিযোগে জেল!  পাঁচ বছর পর আদালতে হাজির সেই মহিলাই!

Date:

স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেফতার হয়ে জেল খাটছিলেন কর্নাটকের এক ব্যক্তি। ইতিমধ্যেই খুনের অভিযোগে দেড় বছর জেলও খেটে ফেলেছেন। হঠাৎ সেই স্ত্রীই সশরীরে আদালতে হাজিরা দেন। জানান, তিনি জীবিত!

জানা গিয়েছে, কর্নাটকের বাসিন্দা সুরেশ ২০২০ সালের ডিসেম্বর মাসে থানায় নিজের স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। সুরেশের দাবি ছিল, তাঁর স্ত্রী মালিগে কোড়াগু জেলার কুশলনগর থেকে নিখোঁজ হয়ে যান। ঘটনার তদন্ত চলাকালীনই বেত্তাদারপুরা থেকে পুলিশ একটি মহিলার কঙ্কাল খুঁজে পায়। পুলিশ চার্জশিটে জানায়, ওই কঙ্কালটি মালিগের। তাঁকে খুন করে পুঁতে দিয়েছিলেন তাঁর স্বামী সুরেশই! সেই অভিযোগের ভিত্তিতে সুরেশকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। প্রায় দেড় বছর তিনি স্ত্রীকে খুনের অভিযোগে জেল খাটছেন।

এদিকে গত ১ এপ্রিল সুরেশের এক বন্ধু দাবি করেন, মাদিকেরিতে তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে মালিগেকে দেখতে পান! বিষয়টি অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের নজরে আনা হয়। বিষয়টি খতিয়ে দেখে বিচারক সুরেশের স্ত্রীকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন। সেই নির্দেশ মতো আদালতে হাজির হন মালিগে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সঙ্গে তদন্তে গাফিলতিরও অভিযোগ ওঠে। বিচারক তদন্তকারীদের ভর্ৎসনাও করেন। শুধু তা-ই নয়, পুলিশ সুপারকে বিষয়টি নিয়ে সম্পূর্ণ রিপোর্ট দাখিল করার নির্দেশও দিয়েছেন।

সুরেশের আইনজীবীর বক্তব্য, ‘‘কঙ্কাল পাওয়ার পরই পুলিশ আমার মক্কেলের বিরুদ্ধে মামলা সাজাতে তৎপর হয়। ডিএনএ রিপোর্ট আসার আগেই তারা চার্জশিট দাখিল করে।’’ তাঁর দাবি, সুরেশের বন্ধু গত ১ এপ্রিল একটি হোটেলে মালিগেকে অন্য একটি ব্যক্তির সঙ্গে খাবার খেতে দেখেন। ঘটনাচক্রে, ওই ব্যক্তিও এই মামলার অন্যতম সাক্ষী ছিলেন। ঘটনার গুরুত্ব বিচার করে বিচারক সুরেশের স্ত্রীকে আদালতে হাজিরার নির্দেশ দেন। সেই নির্দেশের পর তিনি আদালতে আসেন। জানান, নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। অন্য এক জনকে বিয়েও করেন। পরে সুরেশের সঙ্গে কী হয়েছিল, সেই সম্পর্কে তিনি অবগত নন।

আরও পড়ুন – ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন মানসী! সোশ্যাল মিডিয়ার গুঞ্জনের মাঝেই শহরে বঙ্গতনয়া 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version