Monday, May 5, 2025

স্ত্রীকে খুনের অভিযোগে জেল!  পাঁচ বছর পর আদালতে হাজির সেই মহিলাই!

Date:

স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেফতার হয়ে জেল খাটছিলেন কর্নাটকের এক ব্যক্তি। ইতিমধ্যেই খুনের অভিযোগে দেড় বছর জেলও খেটে ফেলেছেন। হঠাৎ সেই স্ত্রীই সশরীরে আদালতে হাজিরা দেন। জানান, তিনি জীবিত!

জানা গিয়েছে, কর্নাটকের বাসিন্দা সুরেশ ২০২০ সালের ডিসেম্বর মাসে থানায় নিজের স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন। সুরেশের দাবি ছিল, তাঁর স্ত্রী মালিগে কোড়াগু জেলার কুশলনগর থেকে নিখোঁজ হয়ে যান। ঘটনার তদন্ত চলাকালীনই বেত্তাদারপুরা থেকে পুলিশ একটি মহিলার কঙ্কাল খুঁজে পায়। পুলিশ চার্জশিটে জানায়, ওই কঙ্কালটি মালিগের। তাঁকে খুন করে পুঁতে দিয়েছিলেন তাঁর স্বামী সুরেশই! সেই অভিযোগের ভিত্তিতে সুরেশকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। প্রায় দেড় বছর তিনি স্ত্রীকে খুনের অভিযোগে জেল খাটছেন।

এদিকে গত ১ এপ্রিল সুরেশের এক বন্ধু দাবি করেন, মাদিকেরিতে তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে মালিগেকে দেখতে পান! বিষয়টি অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের নজরে আনা হয়। বিষয়টি খতিয়ে দেখে বিচারক সুরেশের স্ত্রীকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন। সেই নির্দেশ মতো আদালতে হাজির হন মালিগে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সঙ্গে তদন্তে গাফিলতিরও অভিযোগ ওঠে। বিচারক তদন্তকারীদের ভর্ৎসনাও করেন। শুধু তা-ই নয়, পুলিশ সুপারকে বিষয়টি নিয়ে সম্পূর্ণ রিপোর্ট দাখিল করার নির্দেশও দিয়েছেন।

সুরেশের আইনজীবীর বক্তব্য, ‘‘কঙ্কাল পাওয়ার পরই পুলিশ আমার মক্কেলের বিরুদ্ধে মামলা সাজাতে তৎপর হয়। ডিএনএ রিপোর্ট আসার আগেই তারা চার্জশিট দাখিল করে।’’ তাঁর দাবি, সুরেশের বন্ধু গত ১ এপ্রিল একটি হোটেলে মালিগেকে অন্য একটি ব্যক্তির সঙ্গে খাবার খেতে দেখেন। ঘটনাচক্রে, ওই ব্যক্তিও এই মামলার অন্যতম সাক্ষী ছিলেন। ঘটনার গুরুত্ব বিচার করে বিচারক সুরেশের স্ত্রীকে আদালতে হাজিরার নির্দেশ দেন। সেই নির্দেশের পর তিনি আদালতে আসেন। জানান, নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। অন্য এক জনকে বিয়েও করেন। পরে সুরেশের সঙ্গে কী হয়েছিল, সেই সম্পর্কে তিনি অবগত নন।

আরও পড়ুন – ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন মানসী! সোশ্যাল মিডিয়ার গুঞ্জনের মাঝেই শহরে বঙ্গতনয়া 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version