মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ইন্ডোরের সামনে যোগ্য – অযোগ্যদের বচসা 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে চাকরিহারাদের বৈঠকের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের (NIS) বাইরে ধুন্ধুমার। সভাগৃহে প্রবেশের আগে পাস বিলি নিয়ে উত্তেজনা থেকে বচসা , হাতাহাতি। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দিয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্ডোরের সামনে ডিসি সাউথ, ডিসি সেন্ট্রাল উপস্থিত হয়েছেন।

সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের জীবন এক লহময় তছনছ হয়ে গেছে।। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যারা যোগ্য তিনি তাদের পাশে থাকবেন। সোমবার দুপুর ১২ টায় ইন্ডোরের মমতার বৈঠকে থাকার জন্য সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে চাকরিচ্যুতরা ইন্ডোরের উদ্দেশে রওনা দেন। কিন্তু সকাল যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পাওয়া নিয়ে বিরোধ বাধে। অনেকে দেরিতে পৌঁছানোর জন্য তাদের পাশ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে পাস দেওয়া হচ্ছিল। রীতিমতো ওএমআর সিটের কপি, এসএসসির দেওয়া রোল নাম্বার, আইডেন্টিটি কার্ড চেক করার পর গেট পাস দিয়ে যোগ্যদের ভিতরে ঢোকানো হচ্ছে। স্টেডিয়ামের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।