আজ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে গোটা বাংলার নজর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের (NIS) দিকে। সুপ্রিম কোর্টের (Supreme Court) কলমের খোঁচায় চাকরি গেছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক- অশিক্ষক কর্মীর। কী হতে চলেছে তাদের ভবিষ্যৎ, কোন সিদ্ধান্ত নেবেন বাংলার মুখ্যমন্ত্রী- এইসব প্রশ্নের উত্তর মিলবে সোমবার দুপুর বারোটায়। পূর্ব ঘোষণা মতোই আজ চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।

গত ৩ এপ্রিল দেশের শীর্ষ আদালতের (SC) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এক রায়ে বদলে গেছে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাদের জীবন, জীবিকা। রাম- বামের চক্রান্তের খেসারত দিতে হচ্ছে ‘যোগ্য’ ব্যক্তিদেরও। অত্যন্ত মানবিক ভাবে বিষয়টি দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সুপ্রিম রায়ের পর থেকেই ভোট রাজনীতি করতে ব্যস্ত বিরোধীরা। কিন্তু চাকরিহারারা আস্থা রাখছেন মমতায়। মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে গোটা রাজ্যের। তবে তার আগেই আজকের বৈঠক বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো এই সমাবেশেও বিরোধীদের উসকানিতে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে! এমনই আশঙ্কা প্রকাশ তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। তিনি বলেন, “একাধিক সূত্র মারফত আমাদের কাছে খবর এসেছে, নানা প্রলোভন দেখিয়ে, বিভ্রান্ত করে ওখানে কিছু কিছু লোক ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। গেটে গণ্ডগোল করার চেষ্টা চালানো হচ্ছে। ছোট ছোট গ্রুপ করে লোক ঢোকানো হবে যাতে মুখ্যমন্ত্রী বার্তা কেউ শুনতে না পান।” বিরোধীদের চক্রান্তে পা না দেওয়ার অনুরোধও জানিয়েছেন কুণাল।