Thursday, November 6, 2025

দ্বিতীয়বার পরীক্ষা দেব না, মুখ্যমন্ত্রীকে জানালেন চাকরিহারারা

Date:

সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। আদালতের রায়ের পর রাজ্য জুড়ে চাকরিহারাদের হাহাকার। তাঁদের বিকল্প দিশা দেখাতে আজ, সোমবার  নেতাজি ইন্ডোরে(netaji indoor) চাকরিহারাদের সমাবেশে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই বৈঠকে চাকরিহারারা সাফ জানালেন, দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না। পরবর্তী পদক্ষেপের কথাও জানিয়ে দিলেন ‘যোগ্য’দের প্রতিনিধি মেহবুব।স্পষ্ট জানালেন, সুপ্রিম কোর্টে যাবেন তারা। তাদের দাবি, এই গোটা প্রক্রিয়া চলাকালীন যোগ্য চাকরিহারাদের দেওয়া যাবে না বরখাস্তের চিঠি। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না।

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী।মুখ্যমন্ত্রীর( chief minister) উপস্থিতিতে নিজেদের অভাব-অভিযোগ জানালেন ‘যোগ্য’ চাকরিহারারা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তারা কী চাইছেন। ‘যোগ্য’দের প্রতিনিধি মেহবুব এদিন বলেন, আমরা কোনও অপরাধের সঙ্গে যুক্ত নই। তাও দুর্ভাগ্যজনকভাবে আমাদের চাকরি গিয়েছে। সুপ্রিম কোর্টে আমরা ন্যায়বিচার পাইনি।৭ বছর আগে পরীক্ষা দিয়ে আমরা যোগ্যতার প্রমাণ দিয়েছি। যিনি সুপ্রিম কোর্টের অর্ডার কপি দিয়েছেন, তিনিও এতবছর পর পরীক্ষা দিলে হয়তো পাশ করতে পারবেন না। তাই দ্বিতীয়বার আমরা পরীক্ষা দিতে চাই না। আমাদের একইভাবে একই পদে চাকরিতে বহাল রাখতে হবে।

তিনি আরও বলেন, একবার আমরা কোর্টে গিয়েছি। আমরা জানি আইনি জটিলতা অনেক। কিন্তু এখনও দুটো স্তর বাকি। আমরা রিভিউ করতে পারি, আর সেটাই করব।তাদের দাবি, রিভিউ প্রক্রিয়া চলাকালীন চাকরিহারাদের দেওয়া যাবে না বরখাস্তের চিঠি। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না।এখন দেখার শেষ পর্যন্ত এই পরিস্থিতির পরিসমাপ্তি কোথায় হয়।

 

Related articles

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...
Exit mobile version