Wednesday, August 20, 2025

চেন্নাইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বুধবার

Date:

Share post:

আইএসএলে(ISL) চূ়ড়ান্ত ব্যর্থ। এখন ইস্টবেঙ্গলের(Eastbengal) পাখির চোখ শুধুই সুপার কাপ। গতবারের চ্যাম্পিয়ন তারা। সেই ধারা এবার অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon) ধরে রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে অস্কার ব্রুজোঁর কাছে এই লিগটা যে বড় চ্যালেঞ্জ তা বলাই যায়। সুপার কাপে(Super Cup) নামার আগে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না লাল-হলুদ কোচ। সেইকারণে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে ইস্টবেঙ্গল। সেইমতো চেন্নাইয়িন এফসির(Chennaiyan Fc) সঙ্গে কথাবার্তাও হয়েছে একপ্রস্থ। কিন্তু সেই খেলাটা হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই।

এখানে চেন্নাইয়িন এফসির দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তারমধ্যে একটি ম্যাচ মহমেডান এফসির সঙ্গেও তাদের খেলার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ নিয়ে এই মুহূর্তে কোনও নিশ্চয়তা নেই। এখন খেলতে হলে শুধু ইস্টবেঙ্গলের(Eastbengal) বিরুদ্ধেই খেলতে হবে। এই একটা ম্যাচ খেলার জন্য চেন্নাইয়িন এফসি আসবে কিনা সেটা নিয়েই খানিকটা সংশয় রয়েছে। শোনাযাচ্ছে বুধবার রাতে চেন্নাইয়িন এফসি তাদের আসার কথা নিশ্চিত করবে।

ইস্টবেঙ্গল(Eastbengal) গত চার তারিখ থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের সুপার কাপের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। তার আগে অবশ্য একটাই প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। নিজেদের দলের কোন কোন জায়গায় সমস্যা থাকতে পারে সেটাই বোধহয় বুঝে নিতে চাইছেন তিনি। একটানা প্রস্তুতির পর অবশ্য বুধবার ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে ছুটি দিয়েছেন লাল-হলুদের হেডস্যার।

অস্কার ব্রুজোঁ দায়িত্ব নেওয়ার পর থেকেই খানিকটা ঘুরে দাঁড়িয়েছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও এবারের আইএসএলে ৯ নম্বর স্থানেই থামতে হয়েছিল তাদের। এবার ইস্টবেঙ্গলের প্রধান সমস্যাই ছিল চোট আঘাত। সেই কথা মাথায় রেখেই দলের প্রস্তুতি সারছেন অস্কার। দলের সকলেই প্রস্তুতিতে যোগ দিয়েছেন। সুপার কাপে(Super Cup) কীভাবে খেলবেন তারা সেই নিয়ে এখন থেকেই ছক কষতে শুরু করে দিয়েছেন অস্কার। শেষপর্যন্ত সুপার কাপে তারা পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...