বিষমদ খেয়ে তেলেঙ্গানায় অসুস্থ অন্তত ৫৮, আতঙ্কে একাধিক গ্রাম

তামিলনাড়ুর পর এবার তেলেঙ্গানায়, বিষ খেয়ে অসুস্থ একাধিক। আঙ্কোল টান্ডা, দুরকি এবং দামারঞ্চা গ্রামে অসুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। সূত্রের খবর প্রায় ৫৮ জন অসুস্থ হয়ে বাঁশওয়াড়া এবং নিজামবাদের হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে নেমেছে তেলেঙ্গানার আবগারি বিভাগ (Telangana Excise Department)।

গ্রামবাসীরা জানিয়েছেন মদ খাওয়ার পর থেকে অসুস্থতা বাড়তে থাকে। অনেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। তাতেই সবথেকে বেশি আতঙ্ক ছড়ায়। ঘটনার পর গ্রামগুলোতে যে যে মদের দোকান রয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে যারা ভেজাল মদ বিক্রির সঙ্গে জড়িত সেই দোকানগুলোর লাইসেন্স বাতিল করার নির্দেশও দিয়েছেন সাব-কালেক্টর কিরণময়ী। এই ঘটনায় ফিরেছে ২০২৪ সালে তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃত্যু হয় ৫৫ জনের স্মৃতি।