Saturday, January 10, 2026

মেসির শর্তপূরণে এখনও ২ গোল বাকি, আগামী মরসুমে থাকবেন তো

Date:

Share post:

ইস্টবেঙ্গলে(Eastbengal) কতদিন রয়েছেন মেসি বোউলি(Messi Bouli)? আইএসএলের(ISL) শেষের দিকেই এবার ইস্টবেঙ্গল শিবিরে এসেছিলেন মেসি বোউলি। কিন্তু জানেন কি আগামী মরসুমের জন্য দলে থাকতে হলে তাঁকে কিন্তু একটা বিশেষ শর্ত পূরণ করতে হবে। তিনি যখন সই করেছিলেন, সেই সময়ই নাকি তাঁর চুক্তি পত্রে একটি শর্ত ছিল। সেখানেই গোলের সংখ্যা নিয়ে বিশেষ একটা শর্ত ছিল মেসি বোউলির। কিন্তু সেই শর্তটা কি। কটা গোলই বা করতে হবে মেসি বোউলি(Messi Bouli)। অবশেষে সেই সংখ্যাটাই জানা গেল এবার।

অ্যাসিস্ট এবং গোল মিলিয়ে সেই সংখ্যাটাই হল ৬। আর এই মুহূর্তে মেসি বোউলির সব মিলিয়ে স্কোর ৪। গোল করানো এবং গোল করা নিয়ে ৪ বার জালে বড় জড়াতে সাহায্য করেছেন মেসি বোউলি(Messi Bouli)। কিন্তু চ্যালেঞ্জ এখনই শেষ হয়নি ইস্টবেঙ্গলের তারকা ফুটবলারের। সামনে রয়েছে সুপার কাপ। সেখানেই আগামী ২০ এপ্রিল কেরালা ব্লাস্টার্সের(Kerala Blasters) বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল(Eastbengal)। আগামী মরসুমের জন্য ইস্টবেঙ্গল দলে থাকতে হলে অন্তত একটা অ্যাসিস্ট এবং গোল অথবা দুটো গোল করতেই হবে মেসিকে। একজন ফুটবলারের জন্য এমন শর্ত একেবারেই দেখা যায় না। কিন্তু সেই অদ্ভূত কাজটাই করেছে ইস্টবেঙ্গল।

এখন প্রশ্ন হল এমন শর্ত থাকলে ফুটবলারের ওপর বাড়তি চাপ পড়ে যাবে না তো। ম্যাচে নামার আগে সবসময়ই মাথায় এই সংখ্যাগুলো থাকবে। ইস্টবেঙ্গলের জার্সি পরে এখনও পর্যন্ত কিন্তু বেশ ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন মেসি বোউলি(Messi Bouli)। কিন্তু এই শর্তটাই যেন সমস্ত হিসাব বদলে দিচ্ছে। হয়ত তাঁর থেকে আরও ভাল পারফরম্যান্স পাওয়ার জন্যই এমন একটা শর্ত রেখেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু এতে ফল উল্টো হলেও কিন্তু কিছু বলার নেই।

ইতিমধ্যেই সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। এনসিই-তেই হচ্ছে সেই প্রস্তুতি। আগামী ১৩ এপ্রিল চেন্নাইয়িন এফসির(Chennaiyin Fc) সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-হলুদ বাহিনী। সেখানেই দলের সমস্ত কিছু ভালভাবে দেখে নিতে চাইছেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। আইএসএলের ব্যর্থতা ভুলে আপাতত ইস্টবেঙ্গলের পাখির চোখ সুপার কাপ। গতবার এই সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তারওপর প্রথম ম্যাচ আবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। সুপার সিক্সটিন থেকে পরের রাউন্ডে ইস্টবেঙ্গল যেতে পারে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...