Friday, May 16, 2025

অনশন কেন? আসল লড়াই থেকে সরে প্ররোচনায় পা কিছু শিক্ষকের!

Date:

Share post:

শুক্রবারই রাজ্যের শিক্ষামন্ত্রী বৈঠকে বসছেন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে। প্রশাসনিক টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের মূল উদ্দেশ্য সোমবারের মধ্যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে (Supreme Court) ফাইল করে দ্রুত এসএসসি (SSC) মামলায় যোগ্য শিক্ষকদের চাকরি বহাল করা। তা সত্ত্বেও বৃহস্পতিবার থেকে অনশনে চাকরিহারা শিক্ষকদের একাংশ। এর আগেই বৃহস্পতিবার একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতা-সাংসদদের সঙ্গে দেখা গিয়েছে চাকরিহারা শিক্ষকদের। তাঁদের মিছিলে নেতৃত্বও দিয়েছে সেই সব বাম-রাম নেতা। আবার অনশন মঞ্চেও সহানুভূতি দেখাতে তাদেরই দেখা গিয়েছে। সেখানেই প্রশ্ন উঠেছে, রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়েই কী কিছু শিক্ষক আসল লড়াই থেকে সরে এসে ভুল পথে চালিত হচ্ছেন?

সুপ্রিম কোর্টের রায়ের রিভিউ পিটিশন দাখিল করার কথা নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পথে যে দ্রুত হাঁটতে চায় রাজ্য সরকার, তাও তিনি বুঝিয়ে দিয়েছিলেন রাতারাতি টাস্ক ফোর্স (task force) গঠন করে। সেই টাস্ক ফোর্সের আইনজীবীদের সঙ্গে শিক্ষকদের কথা বলার পথ প্রশস্তও করে দিয়েছিলেন। সেই সঙ্গে শিক্ষকরা যাতে নিজেদের মতামত রিভিউ পিটিশনের (review petition) আগেই জানাতে পারে, তার জন্য় শুক্রবারই এসএসসি দফতরে বৈঠক ডেকেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। গোটা লড়াইটাই আদালতে। তা সত্ত্বেও এসএসসি ভবনের বাইরে আচমকাই অনশন (hunger strike) মঞ্চ বেঁধে বিক্ষোভের সিদ্ধান্ত। অনশনে তিন চাকরিহারা শিক্ষক।

এই সিদ্ধান্তের পিছনেই রাজনৈতিক অভিসন্ধি দেখতে পাচ্ছে শিক্ষকদেরই একাংশ। মুখ্যমন্ত্রীর অনুরোধের পরে নির্দিষ্ট স্কুলে গিয়ে পড়াচ্ছেন একটা বড় অংশের চাকরিহারা শিক্ষক। অন্য একটি অংশ পথে নেমে আন্দোলন করে শহরের হাওয়া গরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসএসসি যেখানে যোগ্য-অযোগ্য (tainted-untainted) বাছাই সম্ভব বলে জানিয়েছিল আদালতে, সেকথা শিক্ষকরাই তুলে ধরেছেন। তারপরেও এসএসসি দফতরের (SSC office) বাইরে বিক্ষোভে রাজনৈতিক প্ররোচনার ইঙ্গিত পাচ্ছে শিক্ষকদেরই একাংশ। অনশন মঞ্চে যাচ্ছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো নেতারা।

আইনি পথে লড়াই হবে, জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সেই মতো শুক্রবারের বৈঠকে শিক্ষকদের আট সদস্য যোগ দেওয়ার কথাও জানানো হয়েছিল শিক্ষকদের তরফে। তারপরেও কেন অনশন, তাও এসএসসি-র (SSC) বিরোধিতায়, তা নিয়েই উঠেছে প্রশ্ন। কার্যত শিক্ষকদের একাংশের অনশনের সিদ্ধান্ত বিভ্রান্ত ও বিপথে চালিত করছে একটা বড় অংশের চাকরিহারা শিক্ষকদের। আর বৃহস্পতিবার অতিবাম-বাম নেতাদের সঙ্গে মিছিলে হাঁটার পরেই আর জি কর-কায়দায় অনশনে বসায় স্বভাবতই রাজনৈতিক দলের দ্বারা চাকরিহারা শিক্ষকদের প্রভাবিত হওয়ার অভিযোগ তুলছেন শিক্ষকদেরই একাংশ।

spot_img

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...