Thursday, August 28, 2025

চেন্নাই সুপার কিংসের(CSK) ঘরের মাঠে তাদের বিরুদ্ধে জয়। কলকাতা নাইট রাইডার্সের(KKR) স্পিনাররা দুরন্ত পারফরম্যান্স করেছিলেন এই ম্যাচে। ম্যাচ শেষে তাদেরকেই প্রশংসায় ভরিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্স(KKR) অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rhane)। একইসঙ্গে নিজেদের প্ল্যানিং নিয়ে খানিকটা মুখ খুললেও, পুরোটা কিন্তু জানাননি। কারণ সামনে আরও অনেক ম্যাচ রয়েছে। তার আগে নিজেদের প্ল্যানিংকে গোপনই রাখতে চাইছেন নাঠ শিবিরের অধিনায়ক।

সুনীল নারিন(Sunil Narine), বরুণ চক্রবর্তী(Varun Chakravarthy) থেকে মোঈন আলি(Moeen Ali)। এই তিন স্পিনার মিলেই ছয় উইকেট তুলে নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের। কার্যত তাদের জন্যই যে ধোনিদের বিরুদ্ধে এই বিরাট সাফল্য তা বলতে কোনও দ্বিধা নেই কলকাতা নাইট রাইডার্সের(kkr) অধিনায়ক। সেইসঙ্গে এখানে খেলার অভিজ্ঞতা তো তাদের সাহায্য করেইছিল। বিশেষ করে ব্রাভো, মোঈনদের থেকে নানান টিপস পাওয়া গিয়েছিল এই পিচ থেকে।

ম্যাচ জয়ের পর রাহানে(Ajinkya Rahane) জানিয়েছেন, “আমাদের পরিকল্পনা তৈরি ছিল। এখানে শেষ দুটো বছর আমি খেলেছি। আমারই মতো মোঈনও। ডোয়েন ব্রাভোও এখানকার কন্ডিশন নিয়ে বেশ ওয়াকিবহাল। উইকেট খানিকটা স্লো ছিল। বল মাঝেমধ্যেই ব্যাটে আসছিল না। তবে সমস্ত কৃতিত্বই স্পিনারদের। পরিকল্পনাটাও এদিন ভাল কাজ করেছে”।

টস জিতে এদিন বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। ধোনি থেকে বাকি ক্রিকেটাররা, তাদের সকলের জন্যই পরিকল্পনা প্রস্তুত রেখেছিলেন তারা। কিন্তু কী পরিকল্পনা ছিল তা নিয়ে খানিকটা গোপনীয়তাই বজায় রাখতে চান এই অজিঙ্ক রাহানে। কারণ সামনে আরও ম্যাচ রয়েছে। নাইট রাইডার্স এবার স্পিন নির্ভর ক্রিকেট খেলছে। সেখানেই স্পিনারদের নিয়ে পরিকল্পনা এখনই বলে দিলে, ভবিষ্যতে সমস্যা হতেই পারে। চেন্নাইকে হারিয়ে এখন অনেকটাই স্বস্তি নাইট(KKR) শিবিরে। পরবর্তী ম্যাচে জিতে শহরে ফিরতে পারে কিনা তারা সেটাই দেখার।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version