Thursday, August 21, 2025

২০২৬ থেকে পঞ্চায়েত স্তরে পালিত হবে বাংলা দিবস, ঘোষণা ইন্দ্রনীলের

Date:

২০২৬ সালে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পর রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে পালিত হবে বাংলা দিবস, এমনই ঘোষণা করলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। প্রসঙ্গত, গত বছর বিধানসভায় পয়লা বৈশাখকে সরকারি ভাবে ‘বাংলা দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, লোকসভা নির্বাচনের আচরণবিধির কারণে সেভাবে উদযাপন করা যায়নি দিনটি। তাই এবার প্রতিটি ব্লকে ধুমধাম করে রাজ্য দিবস পালনের আয়োজন করা হয়েছিল সরকারি ভাবে। বাংলা সাহিত্য, গান, নৃত্য, লোকশিল্প ও সংস্কৃতির বিশিষ্ট শিল্পীদের পুরস্কৃত করা হয়।

এবার রাজ্য সরকারের (Govt of WB) তরফ থেকে রাজ্যের প্রতিটি ব্লকে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে বাংলা দিবস। কলকাতার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র সদনে। বাংলা সাহিত্য, সংগীত, নৃত্য, লোকশিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট শিল্পীদের সম্মানিত করা হয় এদিন। রামানুজ দাশগুপ্ত (নজরুল স্মৃতি পুরস্কার), অশোককুমার মিত্র (বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার– শিশুসাহিত্য), শিবশঙ্কর ভট্টাচার্য (উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার), সুবোধ সরকার (রবীন্দ্র স্মৃতি পুরস্কার– সাহিত্য), সুজন সেনগুপ্ত (রবীন্দ্র স্মৃতি পুরস্কার– বিজ্ঞানবিষয়ক), রণবীর সমাদ্দার (রবীন্দ্র স্মৃতি পুরস্কার– বাংলা ব্যতীত অন্য ভাষায়), আনন্দগোপাল ঘোষ-সহ আরও বিশিষ্ট শিল্পীদের সম্মানিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), রাজ্য নাট্য অ্যাকাডেমির সভানেত্রী অর্পিতা ঘোষ, কবি জয় গোস্বামী, তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু বসু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, “গতবার ভোটের কারণে অনুষ্ঠানটি ছোট পরিসরে করতে হয়েছিল। তবে এবার প্রতিটি ব্লকে অনুষ্ঠান হয়েছে। আগামী বছর বিধানসভা ভোট, তারপর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার শপথ নেবেন। তারপর থেকে প্রতিটি পঞ্চায়েতেও মর্যাদার সঙ্গে পালিত হবে বাংলা দিবস।” সাংস্কৃতিক আবহে মোড়া এই অনুষ্ঠান বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বকে নতুনভাবে তুলে ধরল রাজ্যের মানুষের কাছে।

আরও পড়ুন – এগিয়ে আসছে উদ্বোধনের সময়: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version