Monday, August 25, 2025

ওয়াকফ সংশোধনী আইনের (Waqf ammendment act) প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠা মুর্শিদাবাদ (Murshidabad) আপাতত স্বাভাবিক ছন্দে ফিরছে। সকাল থেকে জেলার ৬ থানা এলাকায় চলছে যৌথবাহিনীর টহলদারি। সামশেরগঞ্জ বাদে বাকি অংশে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬৩ ধারা জারি থাকবে। নতুন করে আর কোনও উত্তেজনা বা হিংসার খবর না থাকায় অনেকটাই শিথিল হয়েছে সরকারি বিধিনিষেধ। দোকানপাট খুলেছে, বাজারহাট বসেছে। স্বাভাবিক ভাবেই যান চলাচল শুরু হয়েছে। চেনা জীবনযাত্রায় ফিরেছে মুর্শিদাবাদ।

ভুয়ো এবং উস্কানিমূলক বার্তা ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর অভিযোগে শতাধিক গ্রেফতারি হয়েছে। ন্যূনতম অশান্তির খবরেও কড়া পদক্ষেপ করেছে পুলিশ। শুধু তা-ই নয়, আতঙ্কিত এলাকাবাসীর মনের জোর বাড়াতে আশ্বাসও দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের পরিস্থিতি যখন স্বাভাবিকের পথে তখন স্বতঃপ্রণোদিতভাবে বৃহস্পতিবার রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। শুক্র ও শনিবার মালদহ এবং মুর্শিদাবাদে গিয়ে কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বাধীন চার প্রতিনিধির দল পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গেছে। আক্রান্তদের সঙ্গে কথা বলার পরে মুর্শিদাবাদের জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গেও মহিলা কমিশন কথা বলবে বলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে। এর পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের দলও মুর্শিদাবাদ পৌঁছচ্ছে। সবদিক খতিয়ে দেখে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে তারা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের মাঝে বাংলায় ইচ্ছাকৃতভাবে বহিরাগত ঢুকিয়ে গন্ডগোল পাকানোর পর বিজেপি সরকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের রাজ্যে আসার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই ব্যাখ্যা করছে বিশেষজ্ঞদের একাংশ।

 

Related articles

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version