সুপার কাপে থাকছেন না মোলিনা, একমাত্র বিদেশি হিসাবে খেলবেন নুনো রেইজ

সুপার কাপে থাকছেন না হোসে মোলিনা(Jose Molina) নয়। মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) কোচের দায়িত্ব সামলাবেন বাস্তব রায়(Bastab Roy) ও ডেগি কার্ডোজো। প্রথম দিকে শোনাযাচ্ছিল যে কোচিং না করালেও গ্যালারিতে নাকি থাকতে পারেন হোসে মোলিনা। কিন্তু শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না। আইএসএলে দ্বিমুকুট জয়ের পর আপাতত ছুটি কাটাতে দেশে ফিরে গিয়েছেন হোসে মোলিনা(Jose Molina)। সম্ভবত আগামী ১৭ এপ্রিল থেকেই প্রস্তুতি শুরু করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট।

আইএসএলে(ISL) দুরন্ত সাফল্য। সবুজ-মেরুন ব্রিগেডকে ঘিরে যে প্রত্যাশার পারদ চড়েতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সেখানে মোহনবাগানের(MBSG) প্রথম দল যে নামছে না তা কার্যত স্পষ্ট। বিদেশিদের মধ্যে একমাত্র নুনো রেইজ(Nuno Reis) খেলবেন এবারের সুপার কাপে। আইএসএলের আগে তাঁকে সই করানো হলেও, তাঁকে খেলানো সম্ভব হয়নি। গোটা মরসুম রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছিল এই ফুটবলারকে।

সুপার কাপে(Super Cup) অবশ্য মোহনবাগানের(MBSG) প্রথম একাদশের বেশিরভাগ ফুটবলারদেরই দেখা যাবে না। ম্যাকলরেন, কামিংস থেকে পেত্রাতোস, স্টুয়ার্টরা কেউই খেলবেন না। শুধুমাত্র বিদেশি ফুটবলাররাই নন। দেশিয় তারকারাও বেশিরভাগই খেলবেন না সুপার কাপে। শুভাশিস থেকে লিস্টন, আপুইয়া, মনবীরদের সকলকেই বিশ্রাম দেওয়া হবে।

কার্যত তরুণ ফুটবলারদেরই পাঠানো হবে এবারের সুপার কাপে। সিনিয়র দল থেকে তাদের সঙ্গে থাকবেন আশিক কুরুনিয়ান, সুহেল ভাটরা। কারণ এবারের আইএসএলে সেভাবে খেলার সুযোগ পায়নি তারা। সেই কথা মাথায় রেখেই সুপার কাপে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাদের। আরএফডিএল শিবিরের বেশিরভাগ ফুটবলারদের সঙ্গে থাকবেন দ্বিমুকুট জয়ী দলের অন্যতম সদস্য দীপেন্দু বিশ্বাস।

আইএসএলে নিজের পারফরম্যান্স দিয়ে সকলকে মুগ্ধ করেছেন তিনি। এবার সুপার কাপে(Super Cup) সুযোগ পেয়েছেন, সেরা পারফরম্যান্স দেওয়ার। অন্যদিকে মোহনবাগানের খেলা নিয়েও একটা জল্পনা শুরু হয়েছে। কারণ চার্চিল ব্রাদার্স ইতিমধ্যেই নাম তুলে নিয়েছে। সেক্ষেত্রে খেলবে কারা। শোনাযাচ্ছে মোহনবাগানের খেলার দিন পিছোলেও পিছোতে পারে। আর তেমনটা যদি হয় , তবে মোহনবাহানের প্রস্তুতির শুরু হতে পারে শনিবার।