Wednesday, November 5, 2025

আইপিএলের প্রথম সুপার ওভারে রাজস্থানকে হারিয়ে শীর্ষেই দিল্লি

Date:

চলতি আইপিএলের(IPL) প্রথম সুপার ওভার। সেখানেই রাজস্থান রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)। সেইসঙ্গেই লিগ টেবিলে শীর্ষস্থানেই নিজেদের জায়গা ধরে রাখল কেএ রাহুলরা। মিচেল স্টার্কের দুর্দান্ত শেষ ওভার। কার্যত হারা ম্যাচ এদিন তিনিই যেন জিতিয়ে দিলেন। সুপার ওভারেও সেই স্টার্কেরই(Mitchell Starc) দাপট। আর তাতেই সব শেষ। দুর্দান্ত একটা লড়াই করলেও শেষপর্যন্ত জয়ের হাসি ফুটল দিল্লি ক্যাপিটালস শিবিরের মুখেই।

সুপার ওভারে মাত্র ১১ রান করতে পেরেছিল রাজস্থান রয়্যালস। সেই রান করতে কেএল রাহুল এবং ট্রিস্টিয়ান স্টাবসের সময় লেগেছে মাত্র ৪ বলই। রাজস্থানের(Rajasthan Royals) বিরুদ্ধে আরও একটা জয় তুলে নিয়ে এগিয়েই চলেছে দিল্লি ক্যাপিটালস।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস। অভিষেক পোড়েলের ৪৯ রান এবং রাহুল ও স্টাবসদের কাঁধে ভর করে ১৮৮ রান করে দিল্লি ক্যাপিটালস।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই হাড্ডহাড্ডি লড়াইটা আরম্ভ করেছিল রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যানসন রিটায়ার হার্ট না নিলে হয়ত সহজে ম্যাচটা জিতেও যেতে পারত তারা। তবে এদিন নীতিশ রানা অসাধারণ ইনিংস খেলেছেন। ৫১ রানে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু ক্লাইম্যাক্স অপেক্ষা করছিল শেষ ওভারে। স্টার্কের হিসাবি বোলিংয়েই হাত থেকে বেড়িয়ে যাওয়া ম্যাচে ফেরে দিল্লি। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেই স্টার্কের ওভারে জোড়া রান আউট। ১১ রানেই শেষ রাজস্থান রয়্যালস।

সেই রান তুলতে খুব একটা বেশি সময় লাগেনি দিল্লি বাহিনীর। দুবল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় তারা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version