Friday, November 7, 2025

আমি ঠিক সময়ে যাব: মুর্শিদাবাদ নিয়ে জানালেন মমতা, রাজ্যপালকে অপেক্ষা করার আবেদন

Date:

মুর্শিদাবাদের (Murshidabad) পরিস্থিতি নিয়ে বুধবারই রাজ্যের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মমতা বললেন, “শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন কাজ হচ্ছে মানুষের মধ্যে আস্থা বাড়িয়ে তোলা। সেই কাজ আগে করতে হবে। সেটাই প্রশাসন করছে। আমিও তো যেতে পারতাম, যাচ্ছি না কেন? কারণ আছে। আমি ঠিক সময়ে যাব। আমি অনুরোধ করব রাজ্যপাল-সহ বাকিদের যাতে তাঁরা আরও কিছুদিন অপেক্ষা করেন।“

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় শুক্রবার থেকে মুর্শিদাবাদের (Murshidabad) কয়েকটি জায়গায় অশান্তি ছড়ায়। তিনজনের মৃত্যু হয়ছে। এই পরিস্থিতিতে যেখানে কি যাবেন মুখ্যমন্ত্রী? এদিন এই প্রশ্নের উত্তরে মমতা অবস্থান স্পষ্ট করেন। বলেন, এখন প্রধান লক্ষ্য এলাকায় শান্তি ফেরানো। তাঁর কথায়, “শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন কাজ হচ্ছে মানুষের মধ্যে আস্থা বাড়িয়ে তোলা। সেই কাজ আগে করতে হবে। সেটাই প্রশাসন করছে। আমিও তো যেতে পারতাম, যাচ্ছি না কেন? কারণ আছে। আমি ঠিক সময়ে যাব। আমি অনুরোধ করব রাজ্যপাল-সহ বাকিদের যাতে তাঁরা আরও কিছুদিন অপেক্ষা করেন।“

মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাইরে থেকে দুষ্কৃতীরা এসে অত্যাচার করেছে। বাইরের উর্দিধারীরাও আছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হতে সময় দিতে হবে। মমতার কথায়, “কেউ কেউ বাইরে থেকে এসে অত্যাচার করেছে তার মধ্যে পোশাকধারী আছে। আমাদের নয় অবশ্যই। তারা ভয় দেখাচ্ছে। আগে এলাকার মানুষের মধ্যে কনফিডেন্টতা তৈরি হোক।“ এর পরেই তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “মনিপুর, অসম, ত্রিপুরায় যেতে বলুন। এই জায়গাগুলো আমাদের হাতে নেই। এই জায়গাগুলির বর্ডার আমাদের হাতেও নেই। কেন্দ্রীয় সরকার আইন করে পাঁচ কিলোমিটারের বদলে ৫০ কিলোমিটার করে দিয়েছে বর্ডারের সীমা। এটা কেন হবে? রাজ্য প্রশাসনের হাত থেকে ৫০ কিলোমিটার কেড়ে নিয়েছে।। আগে রাজ্য পুলিশ একটা ডেটা রাখত কারা কোথা থেকে আসছে। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসার পর আমাদের প্রশাসনকে অনুমতি দেয় না তথ্য রাখার জন্য। বহিরাগত কোথা থেকে আসছে তার কোনও তথ্য আমাদের কাছে থাকে না। রেলও তাই করছে কোনরকম তথ্য আমাদের সঙ্গে শেয়ার করে না।“
আরও খবর: বিশ্ব এসেছে বাংলার ঘরে: সোমে শালবনির তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, “অশান্তি হিন্দু মুসলমান শিখ  বৌদ্ধ কেউ করে না। করে কিছু গুন্ডারা। টাকা দিয়ে অশান্তি বাধানো হয়। কিছু যেমন ভালো মানুষ আছে তেমন মুখোশ পরে অশান্তি করার লোকের অভাব নেই। আমি বলব সবাই শান্তিতে থাকুন। আমার দেশ সব রাজ্য ভালো থাকো, পৃথিবী শান্তিতে থাকুক সবাই শান্তিতে থাকুক। এখন মিছিল-মিটিং করার দরকার নেই। আইনের পথে যখন কেস গেছে তখন আইন বিষয়টা দেখবে।। আগে দেখুন বিচার কি বলছে। ভরসা রাখুন কোর্টের উপর।“

বিরোধীদের নিশানা করে মমতা বলেন, “এইসব খেলা আগেও অনেক হয়েছে ভোট আসলে এসব খেলা হয়। এজেন্সিকে দিয়ে খেলানো হয় কেউ ধরতে পারে কেউ ধরতে পারে না। আমার বিরুদ্ধে যে যা খুশি করতে পারে আমি কেয়ার করি না। আই অনলি ডেয়ার। সোশ্যাল মিডিয়ার সব খবর সত্যি নয় আবার মিথ্যে ও নয়। বারবার অন্ত করে এমন বাড়াবাড়ি করেনি কিছু বলার নেই। সোশ্যাল মিডিয়া বিজেপি ৯৯% দখল করে রেখে দিয়েছে টাকা দিয়ে। বিজেপি আইটি সেলকে দিয়েএসব করে“

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version