Sunday, August 24, 2025

বড় জমায়েতে শর্তসাপেক্ষে অনুমতি! ভাঙড়ে পরিদর্শনের পর জানালেন নগরপাল মনোজ ভার্মা

Date:

ওয়াকফ আইনের প্রতিবাদে গত সোমবার বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ভাঙড়ের শোনপুর বাজারে। বৃহস্পতিবার দুপুরে সেই শোনপুর বাজার সরেজমিনে পরিদর্শন করলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। তাঁর সঙ্গে ছিলেন ভাঙড় ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরাও। সেখান থেকে কমিশনার উত্তর কাশীপুর থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আপাতত কোনও বড় জমায়েতের ক্ষেত্রে খুব সতর্কভাবে অনুমতি দেওয়া হবে। খুব বড় জমায়েতের ক্ষেত্রেই আমরা বিশৃঙ্খলা তৈরি হতে দেখেছি। কারণ, যারা জমায়েত আয়োজন করছে, একটা সময় পর জমায়েতের উপর তাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই বড় জমায়েতের ক্ষেত্রে কত লোক হচ্ছে, কোত্থেকে লোক আসছে, যেখানে জমায়েত হবে সেই জায়গাটা কতটা সেনসিটিভ, সবদিক খতিয়ে দেখেই অনুমতি দেওয়া হবে।

নগরপাল আরও জানিয়েছেন, ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই পুলিশের তরফে আপাতত এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরবর্তীকালে টাইম টু টাইম রিভিউ হবে। এর সঙ্গে কোনও ধর্মীয় যোগ নেই। ছোটখাটো অনুষ্ঠান হচ্ছেই। কোনও সমস্যা হয়নি। তবে বড় জমায়েতের ক্ষেত্রে প্রতিটি বিষয় খতিয়ে দেখে অনুমতি দেওয়া হবে। উত্তর কাশীপুর থানায় এসে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ভাঙড়ে অশান্তি ছড়ানোর সঙ্গে জড়িত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। মঙ্গলবার রাত পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- শীর্ষ আদালতের ক্ষমতা-এক্তিয়ার নিয়ে প্রশ্ন! উপরাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন কল্যাণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version