Sunday, November 16, 2025

বড় জমায়েতে শর্তসাপেক্ষে অনুমতি! ভাঙড়ে পরিদর্শনের পর জানালেন নগরপাল মনোজ ভার্মা

Date:

ওয়াকফ আইনের প্রতিবাদে গত সোমবার বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ভাঙড়ের শোনপুর বাজারে। বৃহস্পতিবার দুপুরে সেই শোনপুর বাজার সরেজমিনে পরিদর্শন করলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। তাঁর সঙ্গে ছিলেন ভাঙড় ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরাও। সেখান থেকে কমিশনার উত্তর কাশীপুর থানায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আপাতত কোনও বড় জমায়েতের ক্ষেত্রে খুব সতর্কভাবে অনুমতি দেওয়া হবে। খুব বড় জমায়েতের ক্ষেত্রেই আমরা বিশৃঙ্খলা তৈরি হতে দেখেছি। কারণ, যারা জমায়েত আয়োজন করছে, একটা সময় পর জমায়েতের উপর তাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই বড় জমায়েতের ক্ষেত্রে কত লোক হচ্ছে, কোত্থেকে লোক আসছে, যেখানে জমায়েত হবে সেই জায়গাটা কতটা সেনসিটিভ, সবদিক খতিয়ে দেখেই অনুমতি দেওয়া হবে।

নগরপাল আরও জানিয়েছেন, ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই পুলিশের তরফে আপাতত এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরবর্তীকালে টাইম টু টাইম রিভিউ হবে। এর সঙ্গে কোনও ধর্মীয় যোগ নেই। ছোটখাটো অনুষ্ঠান হচ্ছেই। কোনও সমস্যা হয়নি। তবে বড় জমায়েতের ক্ষেত্রে প্রতিটি বিষয় খতিয়ে দেখে অনুমতি দেওয়া হবে। উত্তর কাশীপুর থানায় এসে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ভাঙড়ে অশান্তি ছড়ানোর সঙ্গে জড়িত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। মঙ্গলবার রাত পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন- শীর্ষ আদালতের ক্ষমতা-এক্তিয়ার নিয়ে প্রশ্ন! উপরাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন কল্যাণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version