Saturday, November 8, 2025

মুর্শিদাবাদ নয়, মালদহেই রাজ্যপাল: বৃহত্তর চক্রান্তের অভিযোগ তৃণমূলের

Date:

মুর্শিদাবাদের হিংসার ঘটনার পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশাসনিক কর্তাদের সেখানে যাওয়া সমীচীন, এমনটাই প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যপালের ‘মুর্শিদাবাদ সফরে’র ক্ষেত্রেও একই অনুরোধ তিনি জানিয়েছিলেন, যাতে সেখানে নতুন করে কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয়। তা সত্ত্বেও আক্রান্ত এলাকায় যাওয়া নিয়ে পরিকল্পনা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। সেইমতো শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) দিকে রওনা দিলেও আদতে তিনি মালদহে দেখা করেন হিংসায় আক্রান্ত পরিবারগুলির সঙ্গে। একদিকে মুখ্যমন্ত্রীর অনুরোধ রক্ষার ইঙ্গিত তাতে পাওয়া গিয়েছে। যদিও অন্যদিকে রাজ্যের শাসকদলের দাবি, বিজেপির বৃহত্তর চক্রান্তের অংশ রাজ্যপালের ‘মুর্শিদাবাদ সফর’।

শুক্রবার মালদহে পৌঁছান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। সেখানে পারলালপুর বিদ্যালয়, যেখানে সামশেরগঞ্জ থেকে আশা ঘরছাড়া বাসিন্দারা আশ্রয় নিয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করেন তিনি। মুর্শিদাবাদের আক্রান্ত এলাকায় যাওয়া নিয়ে তাঁর এখনও কোনও পরিকল্পনা নেই বলেই জানান।

মুর্শিদাবাদ নিয়ে তড়িঘড়ি রাজ্যপালের সফরকে কটাক্ষ করে রাজের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ না যেতে রাজ্যপালকে (Governor) অনুরোধ করেছিলেন। আশা করি সেই অনুরোধ রেখেই তিনিই মুর্শিদাবাদের যাননি। মালদহে গিয়েছেন। মনে হয় মালদহ থেকে দিনাজপুর, দার্জিলিং ঘোরাটাই তাঁর মূল উদ্দেশ্য।

তবে একদিকে বিজেপি নেতৃত্বদের সঙ্গে মুর্শিদাবাদের ঘরছাড়া কিছু মানুষের রাজভবন আসা এবং তারপরই রাজ্যপালের তড়িঘড়ি উপদ্রুত এলাকায় যাওয়ার পরিকল্পনা। এর থেকে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি যথাসময়ে যাবেন। রাজ্যপালও (Governor) একশোবার যাবেন। শুনলেন না, গিয়েছেন। তার কারণ তাঁর রাজনৈতিক বসেরা এটাকে এই চক্রান্তের প্লটের মধ্যেই রেখেছেন। বাইরের লোকেদের হামলায় ঘটানো একটা ঘটনা। তা নিয়ে বিজেপি ইস্যু করবে। বিজেপির কমিশন আসবে। আবার রাজ্যপাল যাবেন। বাংলাকে বদনাম করা হবে। এই সব কটি এক সূত্রে গাঁথা চক্রান্ত।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version